Advertisement
১১ জুন ২০২৪
COVID-19

পিপিই কিট পরে নার্সের নাচ কলকাতার হাসপাতালে, ভিডিয়ো ভাইরাল

নার্সের সঙ্গে নাচে যোগ দিচ্ছেন রোগীরাও। কেউ আবার শয্যায় বসে গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করছেন।

ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১০:১৪
Share: Save:

মনোবিদরা বলছেন, করোনা আক্রান্ত হলে শুধুমাত্র শরীর নয়, চাপ পরে মনেও। তাই এই সময় রোগীদের যতটা আনন্দে রাখতে পারা যায় ততই ভাল। সম্প্রতি সেই ছবিই ধরা পড়ল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানে কোভিড ওয়ার্ডে পিপিই কিট পরে নাচতে দেখা গেল এক নার্সকে। তাঁর নাচের ভিডিয়ো প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে। মুহূর্তে যা ভাইরালও হয়েছে।

জানা গিয়েছে, কলকাতার উডল্যান্ডস হাসপাতালের ওই নার্সের নাম অজিতকুমার পট্টনায়েক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পিপিই কিট পরে হিন্দি গানের তালে নাচছেন অজিত। তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন রোগীরাও। কেউ আবার শয্যায় বসেই গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। প্রত্যেকের মুখে হাসি। হাসপাতালের বাকি কর্মীদেরও দেখা যাচ্ছে হাততালি দিয়ে অজিতকে উৎসাহ দিতে। সবাই মাস্ক, পিপিই কিট পরে রয়েছেন।

ভিডিয়োটি নেটমাধ্যমে প্রকাশ করে লেখা হয়েছে, কোভিড রোগীদের দ্রুত সারিয়ে তোলার জন্য চিকিৎসার পাশাপাশি তাঁদের মন ভাল রাখাও খুব প্রয়োজন। সেই চেষ্টাই করছেন হাসপাতালের কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dance Nurse COVID-19 Covid Ward
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE