Advertisement
০৬ মে ২০২৪
পুর নিগমের ভোট

শেষ বেলায় বাজিমাতের টক্কর, জমজমাট বালি

ভোট-যুদ্ধের দিন যত এগিয়েছে, চড়েছে প্রচারের পারদ। কে কাকে কতটা টেক্কা দেবে তা নিয়েই জমে উঠেছে বালির ভোট-ময়দান। শাসক-বিরোধী ছাড়াও প্রচারের মার্কশিটে কে বেশি নম্বর পাবেন তা নিয়ে তৃণমূলের প্রার্থীদের মধ্যেও শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কারও প্রচারে পা মেলাচ্ছেন একগুচ্ছ ফুটবলার তো অন্য জনের প্রচারে উপস্থিত হচ্ছেন তারকারা।

বালিতে তৃণমূলের প্রচার। বুধবার। ছবি: দীপঙ্কর মজুমদার

বালিতে তৃণমূলের প্রচার। বুধবার। ছবি: দীপঙ্কর মজুমদার

দেবাশিস দাশ ও শান্তনু ঘোষ
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০০:১৮
Share: Save:

ভোট-যুদ্ধের দিন যত এগিয়েছে, চড়েছে প্রচারের পারদ।
কে কাকে কতটা টেক্কা দেবে তা নিয়েই জমে উঠেছে বালির ভোট-ময়দান। শাসক-বিরোধী ছাড়াও প্রচারের মার্কশিটে কে বেশি নম্বর পাবেন তা নিয়ে তৃণমূলের প্রার্থীদের মধ্যেও শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কারও প্রচারে পা মেলাচ্ছেন একগুচ্ছ ফুটবলার তো অন্য জনের প্রচারে উপস্থিত হচ্ছেন তারকারা।
তবে ক’দিন আগে ভোটবাগানে মহম্মদ সেলিমের জনসভার পরে অবশ্য তেমন ভাবে দেখা মেলেনি সিপিএমের। মঙ্গলবার বেলুড়ে কংগ্রেসের সভায় ছিলেন সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্য। সেখানেই জেলা স্তরের নেতাদের নিয়ে সভা করেছে বিজেপি। সে দিনই বিরোধীদের টেক্কা দিতে বালিতে বিভিন্ন সভায় যান তৃণমূলের ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়-সহ অন্য নেতারা। আবার রীতিমতো গায়িকা এনে মঞ্চ বেঁধে জলসা করে জনসভা করেন ৫২ নম্বরের তৃণমূল প্রার্থী প্রবীর রায়চৌধুরী। তাঁর কথায়, ‘‘রাজনীতির কথার মাঝে মানুষ সুস্থ বিনোদনও তো চান। তাই গানের আয়োজন।’’
বুধবার লিলুয়ায় ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নারায়ণ মজুমদারের প্রচারে ছিলেন অভিনেতা সোহম, বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। ৫৬ নম্বরে পল্টু বণিকের প্রচারে পা মেলান অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলাররা ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী তথা জেলা সভাপতি অরূপ রায় চরকির মতো পাক দেন ৫১, ৫২, ৬৪, ৬৫, ৬৬ নম্বর ওয়ার্ডে। ভোটবাগানে সভা করেন হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী। মেয়র পারিষদ দিব্যেন্দু মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, বিভাস হাজরা, অরুণ রায়চৌধুরীরাও ছিলেন প্রচারে। কংগ্রেসের তরফে এ দিন ভোটবাগানে এক সভা আয়োজন করা হয়।
অন্য দিকে ৬৬ নম্বর ওয়ার্ডে বিজেপির সুরেন্দ্র সিংহের সমর্থনে জনসভা ও ৬২ নম্বরের মনোজ সিংহের হয়ে বিজেপির জেলা স্তরের নেতারা প্রচার সারলেন।
সিপিএম-এর হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, ‘‘তৃণমূলের সন্ত্রাসে বালিতে আমাদের সে ভাবে জনসভা করার সুবিধা ছিল না। তাই বিভিন্ন ওয়ার্ডে ছোট ছোট প্রচার সভা করেছি।’’ তবে আজ, বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে জায়সবাল হাসপাতাল থেকে বালিখাল পর্যন্ত ১৬ জন প্রার্থীকে নিয়ে মহামিছিল করবেন অরূপবাবু। সেখানে থাকার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election campaign Debashis Das Bali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE