Advertisement
১৪ জুন ২০২৪
Crime

স্ত্রীর মাথায় হাতুড়ির ঘা, মেয়ের অভিযোগে আটক বাবা

হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে ‘খুনের চেষ্টা’। মেয়ের অভিযোগের ভিত্তিতে আটক শৈলেন পুরকাইত নামে ওই ব্যক্তি।

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি জখম মহিলা।

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি জখম মহিলা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৩
Share: Save:

হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে ‘খুনের চেষ্টা’। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার সুইনহো লেনে। গুরুতর জখম অবস্থায় স্ত্রী মঙ্গলা পুরকাইতকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে শৈলেন পুরকাইত নামে ওই ব্যক্তিকে।

স্থানীয় সূত্রে খবর, প্রায়ই ঝামেলা লেগে থাকত স্বামী এবং স্ত্রীর মধ্যে। এ দিন সকালে ফের গোলমাল বাধে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি শৈলেন আচমকাই হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করতে শুরু করেন।

চিৎকার শুনে প্রতিবেশীরা কসবা থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় মঙ্গলাদেবীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ঘরে দগ্ধ হয়ে মৃত বৃদ্ধা, দরজা ভেঙে ননদকে গ্রেফতার​

অন্য দিকে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মেয়ে সুতপা পুরকাইত। তাঁর অভিযোগ পেয়ে শৈলেনকে আটক করা হয়েছে। পরিবারিক অশান্তির করণেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন: ভোল বদলে যাত্রীর অপেক্ষায় সুসজ্জিত কলকাতা স্টেশন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Murder Crime Kasba
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE