Advertisement
০১ নভেম্বর ২০২৪

বকেয়া কর আদায়ে তালিকা

প্রতি বছরই অনাদায়ী কর বাড়তে থাকে। মেয়র ফিরহাদ হাকিম নিজেও সম্পত্তিকর আদায়ের উপর বাড়তি গুরুত্ব দিতে চান।

বর্তমানে কলকাতা পুরসভায় বার্ষিক সম্পত্তিকর আদায়ের পরিমাণ গড়ে ৯০০ কোটি টাকা।

বর্তমানে কলকাতা পুরসভায় বার্ষিক সম্পত্তিকর আদায়ের পরিমাণ গড়ে ৯০০ কোটি টাকা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০২:১৪
Share: Save:

কলকাতার কোন কোন ওয়ার্ডে ৫০ হাজার টাকার বেশি সম্পত্তিকর বাকি রয়েছে, তার তালিকা দেওয়া হবে কাউন্সিলরদের। কাউন্সিলরেরা যাতে সেই টাকা আদায়ে অগ্রণী ভূমিকা নিতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বর্তমানে কলকাতা পুরসভায় বকেয়া সম্পত্তিকরের পরিমাণ প্রায় ৪৭০০ কোটি টাকা। পুরসভার কর-মূল্যায়ন দফতরের দায়িত্ব পেয়েই অতীনবাবু সম্পত্তিকর আদায়ে জোর দিতে চান। বুধবার তিিন বলেন, ৫০ হাজার টাকার বেশি কর বাকি রয়েছে এমন করদাতাদের নামের তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় কোন ওয়ার্ডের কত জন রয়েছেন, তা-ও বাছা হয়েছে। তিনি বলেন, ‘‘কর আদায়ের কাজে কাউন্সিলরেরা ভূমিকা নিলে ভাল ফল হতে পারে।’’

বর্তমানে কলকাতা পুরসভায় বার্ষিক সম্পত্তিকর আদায়ের পরিমাণ গড়ে ৯০০ কোটি টাকা। প্রতি বছরই অনাদায়ী কর বাড়তে থাকে। মেয়র ফিরহাদ হাকিম নিজেও সম্পত্তিকর আদায়ের উপর বাড়তি গুরুত্ব দিতে চান। মূলত, সেই কারণেই পুর প্রশাসন বকেয়া করের তালিকা তৈরি করেছে। এ দিন পুরভবনে কর-মূল্যায়ন দফতরের দায়িত্বে থাকা স্পেশাল কমিশনার-সহ চিফ ম্যানেজারদের নিয়ে বৈঠক করেন ডেপুটি মেয়র। সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই কাউন্সিলরদের চিঠি দিয়ে কাজে সহায়তা চাওয়া হবে।

অন্য বিষয়গুলি:

Property Tax KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE