বর্তমানে কলকাতা পুরসভায় বার্ষিক সম্পত্তিকর আদায়ের পরিমাণ গড়ে ৯০০ কোটি টাকা।
কলকাতার কোন কোন ওয়ার্ডে ৫০ হাজার টাকার বেশি সম্পত্তিকর বাকি রয়েছে, তার তালিকা দেওয়া হবে কাউন্সিলরদের। কাউন্সিলরেরা যাতে সেই টাকা আদায়ে অগ্রণী ভূমিকা নিতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বর্তমানে কলকাতা পুরসভায় বকেয়া সম্পত্তিকরের পরিমাণ প্রায় ৪৭০০ কোটি টাকা। পুরসভার কর-মূল্যায়ন দফতরের দায়িত্ব পেয়েই অতীনবাবু সম্পত্তিকর আদায়ে জোর দিতে চান। বুধবার তিিন বলেন, ৫০ হাজার টাকার বেশি কর বাকি রয়েছে এমন করদাতাদের নামের তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় কোন ওয়ার্ডের কত জন রয়েছেন, তা-ও বাছা হয়েছে। তিনি বলেন, ‘‘কর আদায়ের কাজে কাউন্সিলরেরা ভূমিকা নিলে ভাল ফল হতে পারে।’’
বর্তমানে কলকাতা পুরসভায় বার্ষিক সম্পত্তিকর আদায়ের পরিমাণ গড়ে ৯০০ কোটি টাকা। প্রতি বছরই অনাদায়ী কর বাড়তে থাকে। মেয়র ফিরহাদ হাকিম নিজেও সম্পত্তিকর আদায়ের উপর বাড়তি গুরুত্ব দিতে চান। মূলত, সেই কারণেই পুর প্রশাসন বকেয়া করের তালিকা তৈরি করেছে। এ দিন পুরভবনে কর-মূল্যায়ন দফতরের দায়িত্বে থাকা স্পেশাল কমিশনার-সহ চিফ ম্যানেজারদের নিয়ে বৈঠক করেন ডেপুটি মেয়র। সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই কাউন্সিলরদের চিঠি দিয়ে কাজে সহায়তা চাওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy