Advertisement
১৮ মে ২০২৪

করে নয়া পদ্ধতি, বাড়ল সময়

পুরসভা সূত্রের খবর, শহরে সম্পত্তিকর দাতা আছেন প্রায় ৭ লক্ষ ৬৫ হাজার। কোন অঞ্চলের কর কাঠামো কেমন, সেই অনুসারে শহরকে আটটি জোনে ভাগ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০১:৩৮
Share: Save:

এলাকা ভিত্তিক কর (ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট) দেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল কলকাতা পুর প্রশাসন। কলকাতা শহরে সম্পত্তিকর দেওয়ার যে পুরনো পদ্ধতি আছে, তার পাশাপাশি নতুন এই কর কাঠামো চালু হয় গত এপ্রিলে।

পুরসভা সূত্রের খবর, শহরে সম্পত্তিকর দাতা আছেন প্রায় ৭ লক্ষ ৬৫ হাজার। কোন অঞ্চলের কর কাঠামো কেমন, সেই অনুসারে শহরকে আটটি জোনে ভাগ করা হয়েছে। মেয়র জানিয়েছিলেন, সব করদাতাকেই নতুন কাঠামো মেনে কর দিতে হবে। পাশাপাশি কিছু দিন পুরনো কাঠামোও রাখা হবে।

কিন্তু সম্প্রতি বাজেট অধিবেশনে পুরবোর্ডের তরফে জানানো হয়, নতুন কর কাঠামোয় আশানুরূপ সাড়া মেলেনি। এক আধিকারিক বুধবার জানান, এখনও পর্যন্ত ৮ শতাংশ করদাতাও নতুন কাঠামোয় কর দিতে আবেদন করেননি। এ দিকে, এলাকা ভিত্তিক কর দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল ৩১ মার্চ। তাই ফের ৬ মাসের জন্য তা বাড়ানো হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

unit area assessment Deadline KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE