চলতি মাসে তারাতলা রোডের দুর্ঘটনাস্থল। ফাইল চিত্র
বন্দর এলাকার বিভিন্ন স্কুল শুরু ও ছুটির সময়ে সামনের রাস্তায় বন্ধ থাকছে মালবাহী লরি, ট্রেলার কিংবা মিনি ট্রাকের মতো গাড়ির যাতায়াত। ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে ওই সময়ে রাস্তা পার হতে পারে, সে জন্য এই ব্যবস্থা নিয়েছে সাউথ-ওয়েস্ট ট্র্যাফিক গার্ড।
চলতি বছরেই বন্দর এলাকায় দু’টি দুর্ঘটনার শিকার হয় দুই স্কুলছাত্রী। প্রথম ঘটনাটিতে জানুয়ারিতেই মৃত্যু হয়েছিল বছর পনেরোর আসমিনা পরভিনের। স্কুলের বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি সেরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল সে। পশ্চিম বন্দর থানা এলাকার নিমক মহল রোডে এক বেপরোয়া ট্রেলার উল্টো দিকে ঘুরতে গিয়ে পিষে দেয় আসমিনাকে।
অন্য ঘটনাটি সপ্তাহ দুই আগের। সাইকেলের পিছনে বন্ধুকে বসিয়ে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণির ছাত্রী সুহানি গুপ্ত। তারাতলা রোড দিয়ে যাওয়ার সময়ে ক্রেনের ধাক্কায় সাইকেল নিয়ে পড়ে যায় সুহানি। ওই ক্রেনের চাকাতেই পিষে যায় সুহানি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। দু’টি ঘটনাই ঘটে স্কুলের সময়ে। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশের উপরে চড়াও হয়।
পুলিশের দাবি, ওই রকম ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য বন্দর এলাকার বিভিন্ন স্কুল শুরু এবং ছুটির সময়ে সামনের রাস্তায় বন্ধ থাকছে মালবাহী লরি, ট্রেলার কিংবা মিনি ট্রাকের চলাচল। যাতে ওই সময়ে ছাত্র-ছাত্রীদের রাস্তা পার হতে অসুবিধা না হয়, সে জন্য এই ব্যবস্থা। বন্দর এলাকার বেশির ভাগ রাস্তায় যান চলাচলের দায়িত্বে থাকা সাউথ-ওয়েস্ট ট্র্যাফিক গার্ড ওই ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি স্কুলের সামনে মোতায়ন করা থাকছে বেশি সংখ্যক পুলিশকর্মী। স্কুল শুরু হয়ে গেলে অবশ্য এই সব নিষেধজ্ঞা উঠে যাচ্ছে।
লালবাজার সূত্রের খবর, বন্দর এলাকায় প্রায় বারোটি সরকারি ও বেসরকারি স্কুল রয়েছে। বেশির ভাগ স্কুলের সামনে দিয়ে লরি, মিনি ট্রাক বা ট্রেলারের মতো গাড়ি চলাচল করে। প্রতিটি স্কুলের সামনে ওই ট্র্যাফিক গার্ডের তরফে একাধিক সার্জেন্ট বা পুলিশকর্মী মোতায়ন রয়েছে। সাউথ-ওয়েস্ট ট্র্যাফিক গার্ডের এক কর্তা জানান, প্রথমে প্রত্যেক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্কুলের শুরু এবং ছুটির সময় জেনে নেওয়া হয়েছে। আর্য পরিষদ স্কুলের পরিচালন সমিতির সম্পাদক কমল প্রসাদ বলেন, ‘‘আমরা চাই এই ব্যবস্থা পাকাপাকি বজায় থাকুক।’’
ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, দিনের বিভিন্ন সময়ে শহরে মালবাহী গাড়ি চলাচল নিয়ে নানা নিষেধাজ্ঞা রয়েছে। অথচ ওই সব নিষেধাজ্ঞা শুরু হয় সকাল আটটা থেকে। এ দিকে, নিমক মহল রোডের আর্য পরিষদ স্কুলের মতো কয়েকটি স্কুল শুরুই হয় সকাল সাড়ে ছ’টা নাগাদ। তাই ওই সময়ে স্কুলের সামনে দিয়ে গাড়ির যাতায়াত বন্ধ করতেই ওই ব্যবস্থা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy