Advertisement
১৭ জুন ২০২৪

রবি-গানের পাণ্ডুলিপির প্রদর্শনী ভিক্টোরিয়ায়

পরবর্তীকালে তারই চূড়ান্ত রূপ দেন তিনি। লেখেন, ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ০১:২৯
Share: Save:

হলুদ রঙা পৃষ্ঠা। তাতে ছোট ছোট অক্ষরে লেখা ‘আমার মুক্তি গানের সুরে এই আকাশে’। নীচে স্বাক্ষর, রবীন্দ্রনাথ ঠাকুর। তারিখ ১৯ সেপ্টেম্বর, ১৯২৬ সাল। জার্মানি সফর-কালে ওই লেখা লিখেছিলেন রবীন্দ্রনাথ। পরবর্তীকালে তারই চূড়ান্ত রূপ দেন তিনি। লেখেন, ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

আজ, বুধবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিকেল সাড়ে ৩টেয় ভিক্টোরিয়ার প্রিন্স হলে ওই লেখারই আদি পাণ্ডুলিপি প্রথম প্রদর্শন করতে চলেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। ওই পাণ্ডুলিপিই হল এ বারের ‘অবজেক্ট অব দ্য মান্থ’। প্রসঙ্গত, প্রতি মাসের বিশেষ আকর্ষণ হিসেবে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। এ বারের আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা সম্বলিত ওই পৃষ্ঠা। তার এক দিকে লেখা ‘নাই নাই ভয়’। যদিও পরে ওই লেখায় আর কোনও পরিবর্তন করেননি কবি।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর-সেক্রেটারি জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘‘এই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটির পাণ্ডুলিপি সর্বসমক্ষে আনা হচ্ছে। এটা আমাদের কাছেও ভীষণ সম্মানের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE