Advertisement
১১ জুন ২০২৪
Lenswings

ছবি দিয়েই সচেতনতা গড়তে চায় লেন্সউইঙ্গস

ছবির মাধ্যমে যাঁরা প্রকৃতির প্রতি সচেতনতা গড়ে তুলতে চান তাদের জন্যই লেন্সউইঙ্গস।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৩:০২
Share: Save:

ছবির মাধ্যমে যাঁরা প্রকৃতির প্রতি সচেতনতা গড়ে তুলতে চান তাদের জন্যই লেন্সউইঙ্গস।

সম্প্রতি ২৭ থেকে ২৯ অক্টোবর গ্যালারি গোল্ডে আয়োজিত হয়েছিল লেন্সউইঙ্গসের তিন দিনব্যাপী প্রদর্শনী। বিখ্যাত ফোটোগ্রাফারদের নেচার ফোটোগ্রাফির প্রদর্শনী থেকে উঠে আসা অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে ফরেস্ট গার্ড ও তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা।

আরও পড়ুন: হ্যালোইনের হাওয়ায় ভেসে ভূতে ভর শহরের

লেন্সউইঙ্গস সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সম্রাট চৌধুরী সাংবাদিকদের বলেন, ফরেস্ট গার্ডরা যে ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করে চলেছেন তাদের সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই আমাদের এই প্রচেষ্টা।

আরও পড়ুন: প্রথম দিনের মেনুতে সবই হাল্কা খাবার

এ বছর প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার ও অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, ফোটোগ্রাফিপ্রেমী দেবাশিস কুমার, ইউরেকা ফোর্বসের ইভিপি ও ডিরেক্টর আর কে গাঙ্গুলি, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের মতো বিশিষ্টরা। উপস্থিত ছিলেন সোমনাথ রায়, সিদ্ধার্থ দে, গৌতম পুরকায়স্থ, মানস রায়ের মতো সংস্থার অন্যতম কর্তারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE