Advertisement
০১ নভেম্বর ২০২৪

‘তৃণমূলকে উপড়ে ফেলতে হবে’, ডুমুরজলায় ভার্চুয়াল বক্তব্য অমিতের

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে মানুষ পরিবর্তন করেছিলেন, কিন্তু কী হল এই দশ বছরে’, প্রশ্ন তুুললেন অমিত শাহ।

ছবি: ফেসবুক

ছবি: ফেসবুক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৫:১০
Share: Save:

• নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে।

• যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের সহযোগিতায় এক নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি, বললেন অমিত শাহ।

• কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেননি মমতা, তাহলে কী করে সরকার টাকা পাঠাবে? প্রশ্ন তুললেন অমিত শাহ।

• ১০ বছরে উধাও মা মাটি মানুূষের স্লোগান

• ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নীতি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো।’ বললেন অমিত শাহ

• অনুপ্রবেশ রুখতে পারবে না তৃণমূল সরকার।

• পশ্চিমবঙ্গের সরকার অনুপ্রবেশকারীদের ঢোকার পথ করে দিয়েছে।

• বাংলার কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে বিজেপি যে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা পৌঁছতে দেয়নি বর্তমান সরকার।

• বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• ‘বাংলায় ক্ষমতায় আসার প্রথম মন্ত্রিসভার আলোচনাতেই আমরা ঠিক করব, যাতে পুরো রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান।’ বললেন অমিত শাহ।

• বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে আপনি পিছিয়ে দিয়েছেন, মমতাকে আক্রমণ অমিত শাহের।

• ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে মানুষ পরিবর্তন করেছিলেন, কিন্তু কী হল এই দশ বছরে’, প্রশ্ন তুুললেন অমিত শাহ।

• পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে আমরা তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দেব, বললেন অমিত।

• সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ

সভায় তাঁর আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে বঙ্গ সফর বাতিল করেছেন অমিত শাহ। তারপর ভার্চুয়ালি বিজেপির যোগদান মেলায় বক্তব্য রাখছেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE