Advertisement
০২ মে ২০২৪
Blood

Blood Bank: রক্ত, প্লাজমা জোগাড়ের নামে রোগীর পরিবারের থেকে টাকা আদায়, ধৃত শ্যামপুকুরের যুবক

রক্ত, প্লাজমা জোগাড়ের নামে রোগীর পরিবারের থেকে টাকা আদায়ের অভিযোগ। নকল ডোনার কার্ডও ছিল। যুবককে গ্রেফতার পুলিশের।

রক্ত, প্লাজমা জোগাড়ের নামে রোগীর পরিবারের থেকে টাকা আদায়ের অভিযোগ।

রক্ত, প্লাজমা জোগাড়ের নামে রোগীর পরিবারের থেকে টাকা আদায়ের অভিযোগ। — ছবি প্রতীকী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৫:২৫
Share: Save:

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। জানতে পারে, অনুপম একা নন, প্রতারণার কাজে তাঁর সঙ্গী রয়েছেন আরও অনেকে। বেশ কিছু ভুয়ো ডোনার কার্ড, রিক্যুজিশন স্লিপ জোগাড় করেছিলেন তাঁরা। তা দেখিয়ে মানিকতলা ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিতেন। সেই রক্ত রোগীর পরিবারের হাতে তুলে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন, যা একেবারেই বেআইনি। অসহায় রোগীর পরিবারগুলি বাধ্য হয়েই টাকা দিত।

বুধবার অনুপমকে গ্রেফতারের পর জেরা করে পুলিশ। সেখানে বেশ কিছু তথ্য উঠে এসেছে। তার পরেই ধৃতকে সঙ্গে নিয়ে কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিনামূল্যে রক্ত সংগ্রহ করতেন। তার পর ১৫০০ টাকায় এক ইউনিট রক্ত বিক্রি করতেন। তল্লাশি চালিয়ে ৪ ইউনিট প্লাজমা পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের রাবার স্ট্যাম্প। বৃহস্পতিবার অনুপমকে আদালতে তোলা হলে ১৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blood BloodBank Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE