Advertisement
১৬ জুন ২০২৪

গার্ডেনরিচে চালু নয়া জলপ্রকল্প

পুরভোটের আগে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ঘোষণা করেছিল, গার্ডেনরিচে আরও ৫ কোটি গ্যালন জল উৎপাদন করা হবে। তার মধ্যে ২ কোটি গ্যালন জল উৎপাদন শুরু হল শুক্রবার।

‘হাসছি মোরা, হাসছি দেখো’। গার্ডেনরিচে জলপ্রকল্পের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন (বাঁ দিক থেকে) সাংসদ সুব্রত বক্সী, মেয়র শোভন চট্টোপাধ্যায়, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় প্রমুখ। শুক্রবার সুদীপ আচার্যের তোলা ছবি।

‘হাসছি মোরা, হাসছি দেখো’। গার্ডেনরিচে জলপ্রকল্পের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন (বাঁ দিক থেকে) সাংসদ সুব্রত বক্সী, মেয়র শোভন চট্টোপাধ্যায়, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় প্রমুখ। শুক্রবার সুদীপ আচার্যের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ০০:৩৪
Share: Save:

পুরভোটের আগে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ঘোষণা করেছিল, গার্ডেনরিচে আরও ৫ কোটি গ্যালন জল উৎপাদন করা হবে। তার মধ্যে ২ কোটি গ্যালন জল উৎপাদন শুরু হল শুক্রবার। এ দিন গার্ডেনরিচ জলপ্রকল্প কেন্দ্রে সুইচ টিপে ‘জলসাথী’ নামে ওই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মেয়র শোভন চট্টোপাধ্যায় প্রমুখ।

গার্ডেনরিচে এত দিন দৈনিক সাড়ে ১৩ কোটি গ্যালন জল উৎপন্ন হত। তা এ বার বেড়ে দাঁড়াল ১৫ কোটি গ্যালনে। মুখ্যমন্ত্রী জানান, শহরে জলকষ্ট দূর করতে চায় রাজ্য সরকার। সে দিকে লক্ষ্য রেখে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ একাধিক জেলায় আরও জলপ্রকল্প কেন্দ্র গড়া হবে।

এ দিকে, গত গ্রীষ্মে জলের জন্য হাহাকার পড়ে গিয়েছিল খাস কলকাতাতেই। রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল পুর-প্রশাসনকে। হয়তো সে কথা ভেবেই মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘এখনও কেউ যদি জল না পেয়ে থাকেন, তা হলে তাঁদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’’ মেয়র জানিয়েছেন, এ দিন থেকে যে ২ কোটি গ্যালন অতিরিক্ত জল উৎপাদন শুরু হল, তা কলকাতা ছাড়াও লাগোয়া তিন পুরসভা— মহেশতলা, বজবজ ও পুজালিতে দেওয়া হবে।

গার্ডেনরিচের ওই প্রকল্প মঞ্চ থেকেই মমতা ঘোষণা করেন, ‘‘এই প্রকল্পের উল্টো দিকে এলাকার দর্জিদের জন্য গারমেন্ট হাব তৈরি হবে। সেখানে প্রায় ৩৫ হাজার জনের কর্মসংস্থান হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE