Advertisement
০১ নভেম্বর ২০২৪

সোয়াইন ফ্লু-তে মৃত্যু

মৃতার পারিবারিক সূত্রের খবর, মধুমিতাদেবী কিডনির সমস্যায় ভুগছিলেন। শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর ডায়ালিসিস চলছিল। তার মধ্যেই তাঁর জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। তাঁকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৯
Share: Save:

জেলা থেকে কলকাতায় দাপট বাড়ছে সোয়াইন ফ্লু-র। বুধবার কেষ্টপুরের এক বৃদ্ধা ওই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর নাম মধুমিতা দাস (৬২)। এই নিয়ে চলতি বছরে রাজ্যে সোয়াইন ফ্লু-তে মৃতের সংখ্যা বেড়ে হল চার। যদিও স্বাস্থ্য দফতর ওই রোগে চার জনের মৃত্যুর কথা মানতে রাজি নয়। তাদের বক্তব্য, নথি খতিয়ে দেখে সোয়াইন ফ্লু-তে এক জনের মৃত্যুর প্রমাণ পাওয়া গিয়েছে। মধুমিতাদেবীর ক্ষেত্রে নথি খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

মৃতার পারিবারিক সূত্রের খবর, মধুমিতাদেবী কিডনির সমস্যায় ভুগছিলেন। শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর ডায়ালিসিস চলছিল। তার মধ্যেই তাঁর জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। তাঁকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটায় রাখা হয় আইসিইউ-এ। সোয়াইন ফ্লু হয়েছে কি না, তা জানতে পরীক্ষা করানো হয় রবিবার। সোমবার রিপোর্টে জানা যায়, তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। তাঁকে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করানো হয়।

আইডি হাসপাতাল সূত্রে খবর, বুধবার ওই বৃদ্ধা মারা যান। কিডনির সমস্যা থাকলেও সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ার জেরেই তাঁর মৃত্যু হয়। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত আরও ছ’জনের চিকিৎসা চলছে সেখানে। কয়েকটি জেলায় সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠলেও রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারা জানাচ্ছেন, আতঙ্কের কারণ নেই। নজরদারি চলছে জেলা স্তর থেকে।

অন্য বিষয়গুলি:

Health Medical Swine Flu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE