বাড়ল মেট্রোর শেষ মেট্রোর সময়ও। ফাইল চিত্র।
নতুন করে টোকেন চালু করার প্রথম দিনেই মেট্রোতে যাত্রী সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে৷ বুধবার মেট্রোয় মোট ৩ লক্ষ ৫ হাজার ৭২১ জন যাত্রী সফর করেছেন। যাত্রীদের টোকেনের মাধ্যমে যাত্রার সুবিধার্থে সমস্ত মেট্রো স্টেশনেই এই দিন পর্যাপ্ত ব্যবস্থা করা হয়। কোভিডের ভয়াবহতা একটু কমার ফলেই পুনরায় টোকেন চালু করার সিদ্ধান্ত নেন মেট্রো কর্তৃপক্ষ। অতি-বেগুনি রশ্মির সাহায্যে টোকেনগুলিকে স্যানিটাইজ করার জন্য সমস্ত মেট্রো স্টেশনে আগেই স্যানিটাইজিং মেশিন লাগানো হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে রাতে মেট্রো পরিষেবার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। বুধবার থেকে ২৭০টি পরিষেবার পরিবর্তে ২৭৬টি করে দৈনিক মেট্রো চালানো হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে ৯টা ১৮ মিনিটে এবং এবং দম দম ও কবি সুভাষ থেকে ৯টা ৩০ মিনিটে শেষ মেট্রো চলছে।
যাত্রী সংখ্যার প্রত্যাশিত বৃদ্ধির কথা মাথায় রেখে, মেট্রো আরপিএফ ‘নো মাস্ক, নো মেট্রো’ অভিযান চালাচ্ছে। বিভিন্ন স্টেশনে কর্তব্যরত মেট্রো কর্মীরা এই অভিযান পরিচালনা করছেন।পরিষেবায় আগের গতি ফিরে আসার কারণে স্বস্তিতে নিত্য যাত্রীরাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy