Advertisement
১৭ মে ২০২৪

ইংরেজি-দক্ষতায়

কলকাতার পড়ুয়াদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য এল অনলাইন পরীক্ষা ‘অ্যাপটিস’। সৌজন্যে ব্রিটিশ কাউন্সিল।

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০০:২২
Share: Save:

কলকাতার পড়ুয়াদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য এল অনলাইন পরীক্ষা ‘অ্যাপটিস’। সৌজন্যে ব্রিটিশ কাউন্সিল। ইংরেজির সব ক্ষেত্রে দক্ষতা বাড়াতে বিশেষ ভাবে তৈরি হওয়া ‘অ্যাপটিস’-এর আনুষ্ঠানিক ঘোষণা হল বুধবার। নানা বিষয়ে ‘মাল্টিপল চয়েস’ প্রশ্নের অনলাইন পরীক্ষা হবে, ভিডিও কলিং-এর মাধ্যমে হবে ইংরেজি বলার দক্ষতার পরীক্ষা। ব্রিটিশ কাউন্সিল মনে করছে, উচ্চশিক্ষায় এই শহরের পড়ুয়াদের কয়েক ধাপ এগিয়ে দেবে এই ব্যবস্থা। ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ভারতের ডিরেক্টর সুজাতা সেন বলেন, ‘‘প্রাথমিক ভাবে কলকাতার ৬০টি স্কুলের সঙ্গে কথা হয়েছে। তারা এর মাধ্যমে পড়ুয়াদের ইংরেজিতে দক্ষতা বিচার করে সেই মতো পাঠক্রমে বদল আনতে পারেন।’’ ইংরেজি ভাষার উপরে এক আলোচনাসভারও আয়োজন করা হয় এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

English learner Online test British Council
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE