Advertisement
১৮ জুন ২০২৪
Kolkata News

এই খবর শুনব বলেই কি বেঁচে আছি?

কালিকা তো আমার পরিবারেরই একজন। এ কী শুনলাম! কী যে চলছে মনের মধ্যে বলে বোঝাতে পারব না।

একটি অনুষ্ঠানে (বাঁদিক থেকে) অভীক মজুমদার, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও কালিকাপ্রসাদ। ছবি: ফেসবুকের সৌজন্যে।

একটি অনুষ্ঠানে (বাঁদিক থেকে) অভীক মজুমদার, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও কালিকাপ্রসাদ। ছবি: ফেসবুকের সৌজন্যে।

অভীক মজুমদার
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ১৪:৪৮
Share: Save:

কালিকা তো আমার পরিবারেরই একজন। এ কী শুনলাম! কী যে চলছে মনের মধ্যে বলে বোঝাতে পারব না।
১৯৯৭ থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক। শিলচরের ছেলে, কলকাতায় পড়তে এসেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়ত। আমার ছাত্র ছিল ও। অদিতি মানে আমার বোনের ব্যাচমেট। সেই সূত্রেই আমাদের বাড়িতে যাতায়াত শুরু হয়। এখানেই থাকত তো ও। ওর স্ত্রী ঋতচেতার সঙ্গেও আমার বাড়িতেই আলাপ। তারপর তো হাসি, গান, আড্ডা…। আমি তো ভাবতেই পারছি না।

আরও পড়ুন, ভীষণ কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, মিস করছি কালিকা…

ওকে প্রথম দেখেছিলাম যাদবপুরে একটা বিতর্ক সভায়। অসাধারণ বলেছিল। ছাত্র হিসেবে খুব ভাল ছিল। আসলে ওর একটা পারিবারিক ইতিহাস আছে। বাবা, কাকারা অসাধারণ শিল্পী। ওদের পারিবারিক সংগ্রহে প্রচুর গান ছিল। সেগুলোই সকলকে শোনাতে চাইত কালিকা। সেই থেকেই ‘দোহার’-এর ভাবনা। নতুন পথ চলা। এই ‘দোহার’ নামটাও আমারই দেওয়া।
কত কী যে শিখেছি ওর কাছে…। শুধু গান নিয়ে নয়। অনেক বিষয় নিয়ে কথা হত। অসম্ভব ভাল মানুষ ছিল কালিকা। এ কী হয়ে গেল…!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE