ফাইল চিত্র।
প্রাক্তন সেনা এবং তাঁর পরিবারের জন্য সম্পত্তিকরে ছাড়ের সময়সীমা বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়েছে কলকাতা পুরসভায়। এত দিন ওই আবেদনের মেয়াদ এক বছর ছিল। এ বার সেই মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হচ্ছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
প্রাক্তন সেনাদের বাড়ি ও জমির সম্পত্তিকরে সেই ২০০৯ সাল থেকেই ২৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলত। তবে কোনও প্রাক্তন সেনা বা তাঁর পরিবার পুরসভায় আবেদন করলে বিবেচনার ভিত্তিতে সেই ছাড় মিলত। এক বছর অন্তর অন্তর সেই আবেদন করতে হত প্রাক্তন সেনাকর্মী বা তাঁর পরিবারকে। পুরো প্রক্রিয়াটি যথেষ্ট সময়সাপেক্ষ ছিল বলে এক বছরের ওই মেয়াদ বাড়ানোর প্রস্তাব জমা পড়ছিল পুরসভায়। এ বার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘পুর আইনের ১৭৩বি ধারা অনুযায়ী ওই ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এক বার ছাড়ের আবেদন গ্রাহ্য হলে পাঁচ বছর পর্যন্ত ওই ছাড় মিলবে বলে প্রস্তাব গৃহীত হয়েছে।’’
পুর আধিকারিকেরা জানাচ্ছেন, ওই ছাড় পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। এ রাজ্যে সংশ্লিষ্ট প্রাক্তন সেনাকর্মীর কোনও বাড়ি বা জমি থাকলে ওই ছাড় প্রযোজ্য নয়। সেনা বা তাঁর পরিবার ওই বাড়িতে বা জমিতে বসবাস করলে তবেই ছাড় পাবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy