Advertisement
২০ মে ২০২৪
Rabindra Sarobar

সন্ধ্যাতেও খুলল রবীন্দ্র সরোবর

কেএমডিএ সূত্রের খবর, লকডাউন শুরু হওয়ার পরে গত ২৩ মার্চ রবীন্দ্র সরোবর বন্ধ করে দেন কর্তৃপক্ষ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০২:৩২
Share: Save:

প্রাতর্ভ্রমণকারীদের জন্য আগেই খুলে দেওয়া হয়েছিল রবীন্দ্র সরোবর। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে দুপুর তিনটে থেকে ছ’টা পর্যন্ত সান্ধ্যভ্রমণের জন্যও সরোবর চত্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেএমডিএ কর্তৃপক্ষ। সকালে হাঁটার জন্য যেমন মাস্ক পরা এবং দূরত্ব-বিধি বজায় রাখার নির্দেশ রয়েছে, সান্ধ্যভ্রমণেও সেই শর্ত জারি থাকবে। সাদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা সুনন্দ দত্ত বলেন, ‘‘স্বাস্থ্যের কারণে সকাল-বিকেল দু’বেলাই সরোবরে হাঁটি। লকডাউনের পরে বিকেলে হাঁটা বন্ধ ছিল। আজ তা ফের চালু হওয়ায় ভাল লাগছে।’’

কেএমডিএ সূত্রের খবর, লকডাউন শুরু হওয়ার পরে গত ২৩ মার্চ রবীন্দ্র সরোবর বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এতে আপত্তি করেন প্রাতর্ভ্রমণকারীদের একাংশ। তাঁদের দাবি মেনে পয়লা জুলাই থেকে সকালে ছ’টা থেকে ন’টা সরোবর চত্বর খুলে রাখার সিদ্ধান্ত হয়। এর পরে অনেকে সান্ধ্যভ্রমণের জন্যও সরোবর চত্বর খুলে রাখার আবেদন জানান। কিন্তু নগরোন্নয়ন দফতর থেকে সেই অনুমতি মেলেনি।

রবীন্দ্র সরোবরে নিয়মিত হাঁটতে আসেন পেশায় পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অনেক লোক এই সরোবরে হাঁটতে আসেন। সেই কারণে দু’বেলা সরোবর চত্বর খুলে রাখার আর্জি জানানো হয়েছিল। তবে অনেক জায়গা এখনও পরিষ্কার হয়নি।’’ এ ব্যাপারে কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, আমপানে পড়ে যাওয়া কিছু গাছ নতুন করে বসালেও অনেক গাছের ডালপালা এবং পাতা ইতস্তত পড়ে আছে। বাইরের সংস্থাকে দিয়ে

সেগুলি সরানোর কাজ চলছে। তবে জগিং ট্র্যাক এবং সরোবর চত্বরের মূল রাস্তা পরিষ্কার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rabindra Sarobar Coronavirus Pandemic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE