উদ্যাপন: পার্ক স্ট্রিট কার্নিভালের সূচনায় আর্চবিশপ টমাস ডি’সুজার সঙ্গে খুশির মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, অ্যালেন পার্কে। ছবি: সুমন বল্লভ।
বড়দিনের শহরে নজরদারি চালাতে অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মীকে নামাচ্ছে পুলিশ। মোটরবাইক ও গাড়ি নিয়ে দৌরাত্ম্য ঠেকাতে রাতে সক্রিয় হতে বলা হয়েছে থানা ও ট্র্যাফিক গার্ডগুলিকে। শুক্রবার লালবাজার থেকে জানানো হয়েছে, কাল, রবিবার সন্ধ্যা থেকেই রাজপথে অতিরিক্ত দেড় হাজার পুলিশকর্মী নামবেন। সোমবার নামবেন আরও ৫০০ জন কর্মী-অফিসার। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হাজির থাকবেন উচ্চপদস্থ কর্তারাও।
সম্প্রতি শহর থেকে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম-এর সদস্যদের পাক়ড়াও করেছে লালবাজার। এখনও খোঁজ চলছে কয়েক জনের। এই পরিস্থিতিতে বড়দিনের ভি়ড়ের নিরাপত্তা নিয়ে আগেভাগেই সজাগ করা হয়েছে স্পেশ্যাল ব্রাঞ্চ ও লালবাজারের গোয়েন্দা বিভাগকে। ক্রিসমাস ইভের রাতে রাজপথে সাদা পোশাকে নজরদারি চালাবেন গোয়েন্দা অফিসারেরাও।
লালবাজার জানিয়েছে, বড়দিন উপলক্ষে রবিবার বিকেল চারটে থেকে রাত ১১টা পর্যন্ত পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। রবি ও সোমবার বিভিন্ন গির্জায় থাকবে পুলিশি ব্যবস্থা। ওই দু’দিন শহরে ১৪টি কুইক রেসপন্স টিম, ১১টি ওয়াচ টাওয়ার, ১৫টি পুলিশি সহায়তা কেন্দ্র থাকবে। বিভিন্ন প্রান্তে মোট ২৬টি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স, ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ২৫টি ডিভিশনাল টহলদারি দল এবং ২০টি মোটরবাইক টহলদারি দল রাখা হবে। শহরে রবিবার ৮৮টি এবং সোমবার ৯৫টি পুলিশ পিকেট থাকবে। চিড়িয়াখানা ও ভিক্টোরিয়ায় নজরদারি ও ভিড় সামলাতেও পুলিশ মোতায়েন করা হচ্ছে। উৎসবের মরসুমে পানশালা ও রেস্তোরাঁর ভিতরে নিরাপত্তা ঠিক রাখতে এবং আইন মেনে ব্যবসা চালানোর জন্য এ দিন রেস্তোরাঁ ও পানশালা মালিকদের নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশের কর্তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy