Advertisement
১৯ মে ২০২৪
আর জি কর

ডাক্তারি ছাত্র ‘নিখোঁজ’, রহস্য

পরীক্ষার এক দিন আগে হস্টেল থেকে ডাক্তারি ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধল। নিখোঁজ ছাত্রের নাম অভিজিৎ সিংহ। তাঁর বাড়ি বিহারের মুজফ্ফরপুরে। আর জি কর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎ থাকতেন ললিত মেমোরিয়াল ছাত্রাবাসে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০৩:২৯
Share: Save:

পরীক্ষার এক দিন আগে হস্টেল থেকে ডাক্তারি ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধল। নিখোঁজ ছাত্রের নাম অভিজিৎ সিংহ। তাঁর বাড়ি বিহারের মুজফ্ফরপুরে। আর জি কর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎ থাকতেন ললিত মেমোরিয়াল ছাত্রাবাসে।

পুলিশ জানায়, নিখোঁজ ডায়েরিতে তাঁর সঙ্গীরা জানান, শনিবার দুপুরে খাওয়ার পরে অভিজিৎ নিজের ঘরে যান। তাঁর রুমমেটও আড়াইটে নাগাদ ঘরে ফিরে অভিজিৎকে শুয়ে থাকতে দেখেন। কিন্তু বিকেল ৫টা নাগাদ তিনি ঘুম থেকে উঠে ঘরে আর অভিজিৎকে দেখতে পাননি। পরে রাত ১০টা বেজে গেলেও অভিজিৎ খেতে না আসায় তাঁর বন্ধু এবং রুমমেটের সন্দেহ হয়। তাঁরা খোঁজখবর শুরু করেন। অভিজিতের মোবাইলে ফোন করে দেখা যায়, দু’টি মোবাইল ও মানিব্যাগ তাঁর ঘরেই রাখা।

হস্টেল কর্তৃপক্ষ জানান, নিয়মানুযায়ী, হস্টেল থেকে বেরোনোর সময় রেজিস্টারে সই করতে হয়। কিন্তু ওই রেজিস্টারে সই করেননি অভিজিৎ। রাতেই ছাত্রাবাস কর্তৃপক্ষ টালা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

রবিবার, অভিজিতের বন্ধু, পাশের ঘরের আবাসিক পুরুষোত্তম রাজ জানান, তাঁরা পাশের মেস থেকে খাবার খেতেন। শনিবার তিনি খেতে না যাওয়ায়, অভিজিৎ তাঁর খাবার এনেও দেন। তখনও পর্যন্ত অভিজিতের হাবেভাবে কোনও অস্থিরতা চোখে পড়েনি বলেই দাবি পুরুষোত্তমের। তিনি আরও জানান, আজ, সোমবার থেকে দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। কিন্তু প্রস্তুতি হয়নি বা তা নিয়ে অভিজিৎ চিন্তিত ছিলেন দেখে এমনটাও মনে হয়নি। এমবিবিএসের প্রথম বর্ষের পরীক্ষাতেও ভাল ফল করেছিলেন অভিজিৎ। এমনকী, তিনি কোনও রকম নেশাও করতেন না বলেই তাঁর বন্ধুরা জানিয়েছেন।

অভিজিৎকে খুঁজে না পেয়ে বন্ধুরা তাঁর বাড়িতে ফোন করেন। ফোন করা হয় তাঁর কলকাতার আত্মীয়দেরও। অভিজিতের আত্মীয় অমিত গু়ঞ্জন জানান, প্রায় প্রতি দিনই তাঁর সঙ্গে অভিজিতের কথা হত। ইদানীং অভিজিৎ পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত থাকায়, তিনি গত পাঁচ-ছ’দিন ফোন করেননি। অভিজিতের নিখোঁজ হওয়ার খবর শুনে রবিবার রাতেই কলকাতায় এসে পৌঁছন তাঁর বাবা এবং দাদা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE