Advertisement
১৬ জুন ২০২৪

পার্ক স্ট্রিট স্টেশন থেকে বদলি সুপার

পার্ক স্ট্রিট স্টেশনে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা করা হচ্ছে। সামনের দিকে নজরদারি চালাতে আয়না বসানো হয়েছিল আগেই। 

পার্ক স্ট্রিট স্টেশন।—ছবি সংগৃহীত।

পার্ক স্ট্রিট স্টেশন।—ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ০২:৩১
Share: Save:

মেট্রোর দরজায় হাত আটকে সজল কাঞ্জিলালের মৃত্যুর ঘটনার তদন্ত এখনও চলছে। তার মাসখানেকের মধ্যেই ফের মেট্রোর দরজায় এক কলেজপড়ুয়ার কাঁধ আটকে গিয়েছিল। এই দুই ঘটনার জেরে সরতে হল পার্ক স্ট্রিট স্টেশনের সুপার অরূপরতন ভট্টাচার্যকে। মেট্রো সূত্রের খবর, পরপর দু’টি ঘটনায় সার্বিক নজরদারি ও তদারকির কাজে গাফিলতি ধরা পড়াতেই অরূপরতনবাবুকে সরানো হল।

তাঁকে নেতাজি স্টেশনে বদলি করা হয়েছে। পার্ক স্ট্রিটের দায়িত্বে আনা হচ্ছে কবি সুভাষের দায়িত্বপ্রাপ্ত সুপার আর ডি কামাথকে। ওই স্টেশনে তাঁর জায়গায় যাচ্ছেন এল ইচ্ছাগুড্ডু। তিনি নেতাজি স্টেশনে সুপারের দায়িত্বে ছিলেন। সরকারি ভাবে মেট্রো কর্তৃপক্ষ অবশ্য এটিকে রুটিন বদলি বলছেন।

পার্ক স্ট্রিট স্টেশনে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা করা হচ্ছে। সামনের দিকে নজরদারি চালাতে আয়না বসানো হয়েছিল আগেই।

এ বার ওই স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে ঢোকা-বেরোনোর পথে স্বয়ংক্রিয় গেটের সংখ্যাও বাড়ালেন মেট্রো কর্তৃপক্ষ। আগে ওই প্ল্যাটফর্মে নামার পরে যাত্রীদের বেরিয়ে আসার সময়ে মাঝ বরাবর যাত্রীদের আড়াআড়ি লাইন পড়ত। এর ফলে ট্রেনের শেষ প্রান্তে থাকা গার্ডের পক্ষে যাত্রীদের ওঠানামায় নজরদারি চালাতে অসুবিধা হত। সেই সমস্যা দূর করতেই প্ল্যাটফর্মে ঢোকার গেটের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে। শুক্রবার রাতে ওই অতিরিক্ত গেট বসানোর কাজ শেষ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Death Park Street Superintendent
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE