Advertisement
১৬ মে ২০২৪

বাতাসের পথ নিয়ে কাটল জট

সুবোধ মল্লিক স্কোয়ারের নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গতিপথে ভেন্টিলেশন শ্যাফ্‌ট গড়ার কাজ আটকে ছিল বছরখানেক। মিলছিল না প্রয়োজনীয় জায়গা। বুধবার সাংসদ সুদীপ বন্দ্যাপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এই সমস্যার সমাধান করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০১:৩২
Share: Save:

সুবোধ মল্লিক স্কোয়ারের নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গতিপথে ভেন্টিলেশন শ্যাফ্‌ট গড়ার কাজ আটকে ছিল বছরখানেক। মিলছিল না প্রয়োজনীয় জায়গা। বুধবার সাংসদ সুদীপ বন্দ্যাপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এই সমস্যার সমাধান করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছিলেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার-সহ পুর কমিশনার খলিল আহমেদ।

মেট্রো রেল সূত্রে খবর, যেখান থেকে ভূগর্ভস্থ এলাকায় বাতাস পৌঁছনোর ব্যবস্থা থাকে তা-ই হল ভেন্টিলেশন শ্যাফ্‌ট। মেয়র জানান, ওই শ্যাফ্‌ট তৈরির জন্য সুবোধ মল্লিক স্কোয়ারে জায়গা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে পুরসভার একটি নার্সারি আছে। যা সরানো হবে চ্যাপলিন পার্কে। এ ছাড়া, কঠিন বর্জ্য দফতরের কয়েক জন কর্মীর আবাসন রয়েছে। অন্যত্র জায়গা দেওয়া হবে তাঁদেরও। সেখানে লিজে কয়েকটি ক্লাবও রয়েছে, যারা খেলাধুলো করে। তাদের সরানো হবে না বলে জানান মেয়র।

মেট্রো সূত্রে খবর, বাতাস পৌঁছনো ছাড়াও বিপদের সময়ে ওই শ্যাফ্‌টের রাস্তা দিয়ে মানুষ বেরোতে পারবেন। জায়গা না মেলার জন্য অনেক দিন ধরে কাজটি আটকে ছিল। সমস্যা মেটায় খুব শীঘ্রই কাজ শুরু করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tangle Ventilation shaft East-West metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE