Advertisement
২১ মে ২০২৪
taxi strike

Taxi Strike: ট্যাক্সি ধর্মঘটের ডাক সোমবার, সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি বাড়তে পারে কলকাতায়

সংগঠনের দাবি, সোমবার শহরের প্রায় ১০ হাজার ট্যাক্সি ধর্মঘটে শামিল হবে।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ২২:২০
Share: Save:

ন্যূনতম ভাড়া বৃদ্ধির দাবিতে সোমবার কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল এআইটিইউসি সমর্থিত ট্যাক্সি সংগঠন। রাজ্য সরকারের কাছে ওই ট্যাক্সি সংগঠনের দাবি, ট্যাক্সির ন্যূনতম ভাড়া ৫০ টাকা করতে হবে। গত মাসে সরকারের কাছে এ দাবি তুললেও তাতে ইতিবাচক সাড়া মেলেনি। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেই ট্যাক্সি ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার হতে পারেন শহরের নিত্যযাত্রীরা।

সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি সমর্থিত ট্যাক্সি সংগঠন জানিয়েছে, পেট্রল-ডিজেলের মতো জ্বালানীর দাম বাড়লেও সেই অনুপাতে ট্যাক্সির ভাড়া বাড়েনি। যার জেরে লোকসানের মুখে পড়তে হচ্ছে ট্যাক্সি মালিকদের। সংগঠনের দাবি, সোমবার শহরের প্রায় ১০ হাজার ট্যাক্সি ধর্মঘটে শামিল হবে।

ভাড়া বৃদ্ধির দাবিতে সরকারের কাছে বার বার দরবার করলেও তাতে কাজের কাজ হয়নি বলেও দাবি ট্যাক্সি সংগঠনের। সোমবারের ধর্মঘটে হলুদ এবং নীল-সাদা ট্যাক্সির পাশাপাশি এতে যোগ দেবে ওলা-উবরের মতো অ্যাপ ক্যাবগুলিও।

ওলা-উবরের মতো অ্যাপ ক্যাব সংগঠনের দাবি, সম্প্রতি ওই সংস্থাগুলি ভাড়া বাড়ালেও তাতে লাভ হচ্ছে না গাড়ির মালিক বা চালকদের। যদিও ওই সংস্থার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে অ্যাপ ক্যাবের যাত্রীদের বেশি ভাড়া দিতে হচ্ছে। ফলে তারাও সোমবারের ধর্মঘটে শামিল হবেন বলে দাবি ট্যাক্সি সংগঠনের নেতাদের।

সোমবারের প্রস্তাবিত ট্যাক্সি ধর্মঘট নিয়ে রবিবার কোনও মন্তব্য করেননি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, সোমবার ছাড়াও ভাড়া বৃদ্ধির দাবিতে অগস্টের দ্বিতীয় সপ্তাহে টানা ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Taxi Ola Cab Uber India taxi strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE