Advertisement
২৯ মে ২০২৪

উদ্ধার হওয়া বৃদ্ধা নিখোঁজ হাসপাতাল থেকে

পুলিশ সেই প্রৌঢ়াকে উদ্ধার করে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতাল এবং পরে এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে যায়। রবিবার রাতে নিউ টাউনের তারুলিয়ার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ০১:৩৪
Share: Save:

রাস্তায় এক প্রৌঢ়াকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছিলেন বাসিন্দারা। পুলিশ সেই প্রৌঢ়াকে উদ্ধার করে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতাল এবং পরে এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে যায়। রবিবার রাতে নিউ টাউনের তারুলিয়ার ঘটনা। সোমবার খবর পেয়ে সেই প্রৌঢ়ার ছেলে হাসপাতালে হাজির হলেও খুঁজে পাননি মাকে। এর পরেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি।

পুলিশ জানায়, প্রৌঢ়ার নাম সুবলা মণ্ডল (৬৫)। সুবলাদেবীর ছেলে গোপাল মণ্ডল জানান, রবিবার রাতে তিনি মাকে উদ্ধার করার খবর পান। সোমবার বিধাননগর পুলিশের কাছে খোঁজ নিয়ে তিনি এনআরএসে যান। অভিযোগ, সেখানে মায়ের খোঁজ পাননি। গোপালবাবুর দাবি, বিধাননগর পুলিশ তাঁকে জানিয়েছে, তাঁর মাকে এনআরএসেই ভর্তি করা হয়েছিল। এর পরেই গোপালবাবু স্থানীয় থানায় যোগাযোগ করেন।

কলকাতা পুলিশ সূত্রের খবর, ওই নামের কোনও মহিলাকে এনআরএসে ভর্তি করা হয়েছিল বা আউটপোস্টে নিয়ে যাওয়া হয়েছিল এমন তথ্য তাদের কাছে নেই। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেননি।

গোপালবাবুর দাবি, এনআরএসে খোঁজ না মেলায় বিষয়টি তিনি বিধাননগর পুলিশকে জানিয়েছেন। বিধাননগর পুলিশের একাংশ জানায়, এক মহিলাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে রেফার করায় তাঁকে এনআরএসের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। পরে প্রৌঢ়ার পরিবার জানায়, তাঁকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hospital Elderly Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE