Advertisement
১৬ মে ২০২৪

নিরাপত্তা নেই হস্টেলে, বিক্ষোভ

কলকাতার অন্যতম নামী সরকারি মেয়েদের কলেজের হস্টেল আদৌ সুরক্ষিত কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন সেখানকার আবাসিকেরা। হস্টেলে নিরাপত্তার দাবিতে সোমবার অবস্থান আন্দোলনে সামিল হন লেডি ব্রেবোর্ন কলেজের একদল ছাত্রী। অভিযোগ, ছাত্রীদের হস্টেলে যখন-তখন ঢুকে পড়ে বহিরাগত যুবকেরা। উঠে যায় ছাদে, এমনকী শৌচালয়েও উঁকিঝুঁকি মারে তারা। নামমাত্র নিরাপত্তারক্ষীর সাহায্যে এই অনুপ্রবেশ রোখা সম্ভব হচ্ছে না বলে আবাসিকদের অভিযোগ।

পড়ুয়াদের বিক্ষোভ। সোমবার, লেডি ব্রেবোর্ন কলেজে।  নিজস্ব চিত্র

পড়ুয়াদের বিক্ষোভ। সোমবার, লেডি ব্রেবোর্ন কলেজে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৪ ০২:৪২
Share: Save:

কলকাতার অন্যতম নামী সরকারি মেয়েদের কলেজের হস্টেল আদৌ সুরক্ষিত কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন সেখানকার আবাসিকেরা। হস্টেলে নিরাপত্তার দাবিতে সোমবার অবস্থান আন্দোলনে সামিল হন লেডি ব্রেবোর্ন কলেজের একদল ছাত্রী। অভিযোগ, ছাত্রীদের হস্টেলে যখন-তখন ঢুকে পড়ে বহিরাগত যুবকেরা। উঠে যায় ছাদে, এমনকী শৌচালয়েও উঁকিঝুঁকি মারে তারা। নামমাত্র নিরাপত্তারক্ষীর সাহায্যে এই অনুপ্রবেশ রোখা সম্ভব হচ্ছে না বলে আবাসিকদের অভিযোগ।

পরে অবশ্য ছাত্রীদের সঙ্গে বৈঠক করে হস্টেলে নিরাপত্তা বাড়ানো, আরও বেশি আলোর বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। সিসিটিভি বসানোর পরিকল্পনাও আছে বলে জানান কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠেছে, লেডি ব্রেবোর্নের মতো প্রথম সারির সরকারি কলেজের হস্টেলে নিরাপত্তার এই হাল হবে কেন? বহিরাগত যুবকেরা হস্টেলের ভিতরে ঢুকে পড়ে কী ভাবে?

কলেজের অধ্যক্ষা শিউলি সরকার বলেন, “গত বৃহস্পতিবার রাত থেকে হস্টেলের ছাদে, জানলা-দরজায় যখন-তখন আওয়াজ হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন আবাসিকেরা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখা যাচ্ছে না। গত শুক্রবার পুলিশ এসেও কিছু দেখতে পায়নি।” গত শনিবার আবাসিকদের থেকে অভিযোগপত্র পেয়ে বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান শিউলিদেবী। পাশাপাশি, পূর্ত দফতরকেও হস্টেলের চারপাশের দেওয়ালের উচ্চতা বাড়ানো ও বেড়া বসানোর জন্য আবেদন জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

সোমবার বেলা ১১টা নাগাদ লেডি ব্রেবোর্ন কলেজ ক্যাম্পাসে অবস্থান শুরু করেন হস্টেলের আবাসিক কিছু ছাত্রী। তাঁদের হাতে প্ল্যাকার্ড। ছাত্রীদের দাবি, হস্টেলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কী সমস্যা হচ্ছে হস্টেলে? এক আবাসিক বলেন, “বহিরাগতেরা ছোট পাঁচিল টপকে অনায়াসে হস্টেলে ঢুকে পড়ছে। তার পরে কার্নিশে পা দিয়ে উঠে আসছে উপরে। শৌচালয়ে উঁকি মারা, ঘরের জানলা খুলে বাইরে থেকে উঁকি মারা ইত্যাদি নানা রকম কুর্কীতি করছে তারা।” রাতবিরেতে হস্টেলের ছাদের মেঝেতে বহিরাগতরা ভারী কিছু ঘষাঘষি করে ভয় দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ ছাত্রীদের। এক আবাসিক বলেন, “হস্টেলের মূল দরজায় মাত্র এক জন নিরাপত্তারক্ষী আছেন। এমন পরিস্থিতিতে তা মোটেও যথেষ্ট নয়।”

মাস কয়েক আগে বাঘা যতীনের সম্মিলিত বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অভিযোগ জানিয়েছিলেন, বহিরাগত এক যুবক ওই স্কুলের ক্যাম্পাসে ঢুকে শৌচালয়ে উঁকি মারছিল। অভিযোগের জেরে ছাত্রীদের স্কুলটিতে হুলস্থূল বেধে যায়। এ বার অনেকটা একই অভিযোগ উঠল লেডি ব্রেবোর্নের মতো কলেজে। হস্টেলে নিরাপত্তার পাশাপাশি পানীয় জলের সরবরাহ কম, শৌচালয়ে জলের যোগান পর্যাপ্ত না থাকার অভিযোগও জানিয়েছেন আবাসিকদের অনেকে। এই অভিযোগ ঠিক নয় বলে অধ্যক্ষার দাবি।

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, “যত দ্রুত সম্ভব কলেজ কর্তৃপক্ষের সিসিটিভি বসানো উচিত সেখানে। প্রয়োজনে উচ্চশিক্ষা দফতর থেকে অর্থ সাহায্য চাওয়া যেতে পারে। ছাত্রীদের নিরাপত্তা কর্তৃপক্ষের দায়িত্ব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE