Advertisement
১৮ মে ২০২৪

বিমানবন্দর চত্বরে ট্যাক্সিচালকদের অবরোধ-বিক্ষোভ, যাত্রী ভোগান্তি

পার্কিং ফি দেওয়াকে কেন্দ্র করে ট্যাক্সিচালকদের অবরোধ ভিআইপি রোডে। এর জেরে তীব্র যানজটের কবলে পড়ে শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তা। প্রায় ৪০ মিনিট অবরোধের ফলে যানজট ছড়িয়ে পড়ে প্রায় কৈখালি পর্যন্ত। ফলে অফিস টাইমে সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা।

তীব্র যানজটের কবলে পড়ে শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তা।— ফাইল চিত্র।

তীব্র যানজটের কবলে পড়ে শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তা।— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৭
Share: Save:

পার্কিং ফি দেওয়াকে কেন্দ্র করে ট্যাক্সিচালকদের অবরোধ ভিআইপি রোডে। এর জেরে তীব্র যানজটের কবলে পড়ে শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তা। প্রায় ৪০ মিনিট অবরোধের ফলে যানজট ছড়িয়ে পড়ে প্রায় কৈখালি পর্যন্ত। ফলে অফিস টাইমে সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা। বিমান ধরতে আসা যাত্রীরাও সমস্যায় পড়েন।

এর পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাসে সকাল সাড়ে ন’টা নাগাদ অবরোধ উঠে যায়। এ দিনের অবরোধে মূলত অংশ নিয়েছিল উবের ও ওলা ট্যাক্সিচালকেরা। পুলিশ সূত্রে খবর, দুপুরে তাদের সঙ্গে চালকদের বৈঠকের কথা রয়েছে। প্রয়োজনে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

কিন্তু, সমস্যা কী নিয়ে?

বিমানবন্দর চত্বরে ট্যাক্সি পার্কিং ফি আদায়ের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। মাসখানেক আগে ওই সংস্থা জানায়, এখন থেকে কলকাতা বিমানবন্দর এলাকায় ট্যাক্সি ঢুকলেই পার্কিং ফি দিতে হবে। এবং তার পরিমাণ ১০০ টাকা ধার্য করা হয়েছে। আগে বিমানবন্দর চত্বরে ট্যাক্সি ঢুকলে ১০ মিনিট পর্যন্ত কোনও পার্কিং ফি দিতে হত না। চালকদের অভিযোগ, ওই ১০০ টাকা পার্কিং ফি যাত্রীদেরই দিতে হবে। যাত্রীদের উপর এই অতিরিক্ত ভাড়ার বোঝা চাপলে ব্যবসার ক্ষতি হবে বলে মনে করছেন চালকেরা। তাই তাঁরা এ দিন অবরোধ কর্মসূচি নিয়েছিলেন বলে জানিয়েছেন এক উবেরচালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

airport VIP road police daily passenger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE