Advertisement
২১ মে ২০২৪

পাইপলাইনে মেরামতি, দিনভর বন্ধ টালার জল

উত্তর, মধ্য এবং দক্ষিণ-পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশে শনিবার দুপুর থেকে বন্ধ রইল পানীয় জল সরবরাহ। টালা পাম্পিং স্টেশন এবং শিয়ালদহে ভুগর্ভস্থ পাইপলাইন মেরামতির জন্য শনিবার সকালের পর থেকে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কলকাতা পুরসভা। আজ, রবিবার সকাল থেকে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে দাবি পুর-কর্তৃপক্ষের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৪ ০০:০১
Share: Save:

উত্তর, মধ্য এবং দক্ষিণ-পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশে শনিবার দুপুর থেকে বন্ধ রইল পানীয় জল সরবরাহ। টালা পাম্পিং স্টেশন এবং শিয়ালদহে ভুগর্ভস্থ পাইপলাইন মেরামতির জন্য শনিবার সকালের পর থেকে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কলকাতা পুরসভা। আজ, রবিবার সকাল থেকে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে দাবি পুর-কর্তৃপক্ষের।

কলকাতা পুরসভার মেয়র তথা জল সরবরাহ দফতরের মেয়র পারিষদ শোভন চট্টোপাধ্যায় শনিবার বলেন, “এ দিন সকালের পর থেকে শহরের বেশিরভাগ অঞ্চলেই মেরামতির জন্য জল সরবরাহ করা যায়নি। তবে রবিবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে।”

পুরসভার জল সরবরাহ দফতরের ডিরেক্টর জেনারেল বিভাস মাইতি বলেন, “জরুরি পরিস্থিততে জলের ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল মেরামতি এবং ভাল্ভ পাল্টানোর ফলে জল সরবরাহ ব্যাহত হয়েছে। কাজ চলছে। রাতের মধ্যেই তা শেষ হয়ে যাবে।”

পুরসভা সূত্রে জানা গিয়েছে, টালার সরবরাহকারী পাইপগুলির বেশিরভাগেরই ভাল্ভ পুরনো। কিন্তু এগুলিই মূলত জলের চাপ নিয়ন্ত্রণ করে। পুরসভার জল সরবরাহ দফতরের এক আধিকারিক জানান, কোনও কারণে জলের চাপ বেশি হলে এবং ভাল্ভ ঠিকঠাক না থাকলে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই বেশ কিছু ভাল্ভ পাল্টানোর প্রয়োজন ছিল। এ ছাড়া, পুর-আধিকারিকদের দাবি, শিয়ালদহের কাছে ভূগর্ভস্থ পাইপের লিক থাকায় জল নষ্ট হচ্ছিল এবং সরবরাহেও ঘাটতি হচ্ছিল। তাই সেগুলিও মেরামতির প্রয়োজন ছিল।

এ দিন মহম্মদ আলি পার্ক, সুবোধ মল্লিক স্কোয়ার, বাগমারি, কসবা, অকল্যান্ড প্লেস ও কালীঘাট বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ ছিল। দক্ষিণ ও পূর্ব কলকাতার ৬৬-৭৪, ৮২-৮৮ এবং ৯১ নম্বর ওয়ার্ডেও বন্ধ ছিল জল। তবে পুর-আধিকারিকদের দাবি, গার্ডেনরিচের জল সরবরাহ হওয়ায় দক্ষিণ কলকাতার বাকি অংশে পরিস্থিতি স্বাভাবিক ছিল।

নিয়ামানুযায়ী, পুরসভা দু’দফায় জল সরবরাহ করে। ভোর ছ’টা থেকে সকাল দশটা এবং বিকেলে চারটে থেকে ছ’টা পর্যম্ত। দশটার পর সকালের জল সরবরাহ বন্ধ হতেই ফের বিকেলের জন্য টালার জল তোলা হয়। তবে এ দিন মেরামতির জন্য নতুন করে আর পাম্প চালানো সম্ভব হয়নি। যদিও রাতে কাজ শেষ হলে জল তোলার কথা বলা হয়, যাতে আজ, রবিবার সকালে সমস্যা না হয়। বাসিন্দাদের কথা ভাবে শনিবার বিকেলে অবশ্য অনেক জায়গায় জলের গাড়ি পাঠানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE