Advertisement
১৪ জুন ২০২৪
দক্ষিণ দমদম পুরসভা

ভিন জেলার পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে ছাত্রাবাস

বেড়াতে যাওয়ার জন্য কলকাতার বাইরে কিংবা ভিন্‌ রাজ্যে হলিডে হোমের ব্যবস্থা করে থাকে অনেক পুরসভাই। কিন্তু কোনও পুরসভার তরফে বাইরে থেকে কলকাতায় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা করার উদাহরণ কম। সেই কাজেই এবার নামল দক্ষিণ দমদম পুরসভা।

প্রবাল গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০০:৪০
Share: Save:

বেড়াতে যাওয়ার জন্য কলকাতার বাইরে কিংবা ভিন্‌ রাজ্যে হলিডে হোমের ব্যবস্থা করে থাকে অনেক পুরসভাই। কিন্তু কোনও পুরসভার তরফে বাইরে থেকে কলকাতায় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা করার উদাহরণ কম। সেই কাজেই এবার নামল দক্ষিণ দমদম পুরসভা। কলকাতার বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে প্রমোদনগরে ছেলেদের জন্য তৈরি হচ্ছে একটি ‘ইয়ুথ হস্টেল’। একই কারণে নাগেরবাজার এলাকাতে ছাত্রীদের জন্য তৈরি করা হচ্ছে একটি লেডিজ হস্টেলও।

দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ প্রদীপ মজুমদারের দাবি, তাঁরাই প্রথম উদ্যোগী হলেন। তিনি বলেন, ‘‘পুরসভার যুবকল্যাণ দফতর এই কাজ করছে। কয়েক মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।’’ তিনি আরও জানান, টেট, জয়েন্ট এন্ট্রাসের মত বিভিন্ন পরীক্ষার সময়ে ভিন জেলা থেকে ছাত্রছাত্রীদের কলকাতায় পরীক্ষা দিতে আসতে হয়। এমনকী অন্যান্য কাজেও প্রতি দিন অসংখ্য তরুণ-তরুণীকে এই শহরে এসে রাতে থাকা নিয়ে সমস্যায় পড়তে হয়। থাকার জায়গা না পেয়ে স্টেশনেও রাত কাটাতে বাধ্য হন অনেকে। তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ। তাই এঁরা অগ্রাধিকার পাবেন।

দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, প্রাথমিক কাজের জন্য কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দু’টি হস্টেলই কমবেশি চার হাজার বর্গফুটের হবে। সর্বাধিক কত জন ছাত্রছাত্রী রাত্রিবাস করতে পারবেন তা নিয়ে এখনও কোনও স্থির সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।

প্রাথমিক ভাবে ইয়ুথ ও লেডিজ হস্টেলে খাওয়ার কোনও ব্যবস্থা রাখবে না পুরসভা। তবে এমন জায়গায় হস্টেলগুলি তৈরি হচ্ছে যে সহজে হোম ডেলিভারি পাওয়া যাবে। ফলে তাঁদের খাওয়ার সমস্যা হবে না বলে পুরসভা সূত্রে খবর। পুর কর্তৃপক্ষ জানান, দক্ষিণ দমদম পুরসভার ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। হস্টেলগুলি পরিচালনা করবে দক্ষিণ দমদম পুরকর্তৃপক্ষই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE