Advertisement
০২ জুন ২০২৪

উৎসবের নতুন পুর-বাড়ি

টালাপার্ক অঞ্চলে কোনও অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া এখন খানিকটা সহজ হল। ২০ ফেব্রুয়ারি এই অঞ্চলের পাঁচ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার কমিউনিটি হল ‘সোনার তরী’র উদ্বোধন হল। পুরসভা সূত্রে খবর, গত কয়েক বছরে কলকাতা পুরসভা শহরে জুড়ে তৈরি করছে বেশ কিছু কমিউনিটি হল।

নতুন কমিউনিটি হল। —নিজস্ব চিত্র।

নতুন কমিউনিটি হল। —নিজস্ব চিত্র।

জয়তী রাহা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৪ ০৪:৩০
Share: Save:

টালাপার্ক অঞ্চলে কোনও অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া এখন খানিকটা সহজ হল। ২০ ফেব্রুয়ারি এই অঞ্চলের পাঁচ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার কমিউনিটি হল ‘সোনার তরী’র উদ্বোধন হল।

পুরসভা সূত্রে খবর, গত কয়েক বছরে কলকাতা পুরসভা শহরে জুড়ে তৈরি করছে বেশ কিছু কমিউনিটি হল। ঊর্ধ্বমুখী বাজারে অনুষ্ঠানবাড়ির আকাশছোঁয়া দর থেকে পুরবাসীদের খানিকটা স্বস্তি দিতেই পুরসভার এই উদ্যোগ। তিন বছর আগে এই কমিউনিটি হলটি তৈরির কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পের জন্য ধাপে ধাপে টাকা এসেছে। সেই মতো কাজ হয়েছে। তাই কাজ শেষ হতে কিছুটা দেরি হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। বিধায়ক তহবিলের ১০ লক্ষ টাকা, সাংসদ তহবিলের ১৫ লক্ষ টাকা এবং পুরসভার দেড় কোটি টাকা এই কমিউনিটি হলটি তৈরি করতে খরচ হয়েছে।

পুরসভার তরফে জানান হয়েছে, সাধারণ পুরবাসীর সাধ্যের মধ্যে রাখতে প্রতিটি তল আলাদা ভাবে ভাড়া দেওয়ার ব্যবস্থা থাকছে। প্রতি তলের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। তা ছাড়া বিপিএল তালিকাভুক্তদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

ইতিমধ্যেই একটি অনুষ্ঠানের জন্য এই বাড়ির একটি তলা ভাড়া নিয়েছিলেন নন্দিনী সেনগুপ্ত। তিনি জানালেন, বাড়িটির ভাড়া নাগালের মধ্যেই থাকায় অনেকেই উৎসাহী হবেন। পাইকপাড়ার বাসিন্দা সমরেন্দ্র চৌধুরী বললেন, “বাড়ি ভাড়ার চাপে কোনও অনুষ্ঠান করতেই ভয় করে। এ বার থেকে কিছুটা সুবিধা হবে।” তবে এলাকাবাসীরা জানান, উত্তর কলকাতায় অনুষ্ঠানবাড়ির চাহিদার তুলনায় কমিউনিটি হলের সংখ্যা কম। তাঁদের দাবি, পুরসভার উদ্যোগে এমনই আরও কিছু অনুষ্ঠান বাড়ির দরকার।

তিন তলা এই ভবনের প্রতিটি তল প্রায় ২৭০০ বর্গফুটের। মেঝেতে বসানো হয়েছে আধুনিক টাইলস্। দোতলা ও তিনতলায় ওঠার জন্য দু’ধারে সিঁড়ি রয়েছে। সিঁড়িতেও বসানো হয়েছে মার্বেল। প্রতিটি তলে থাকছে বাথরুম। দু’টি তলে থাকছে পৃথক রান্নাঘর। রয়েছে লিফটের সুবিধা। পুরসভার দাবি, অন্দরসজ্জা, আলোর ব্যবস্থায় ও আধুনিক সুযোগ সুবিধায় বাড়িটি যে কোনও ব্যয়সাপেক্ষ অনুষ্ঠান বাড়ির সঙ্গে পাল্লা দিতে পারবে। অথচ ভাড়া সাধ্যের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tala park jayati raha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE