Advertisement
১৭ মে ২০২৪

বেআইনি মদ ও সিডি উদ্ধার, ধৃত

শহরের দু’টি জায়গা থেকে জাল বিদেশি মদ এবং বেআইনি সিডি-সহ দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পুলিশ সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় হেয়ার স্ট্রিট এলাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার জাল মদ-সহ ধরা পড়ে এক জন। ধৃতের নাম মহম্মদ গোলাম মজিদ মোল্লা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০১:৫৯
Share: Save:

শহরের দু’টি জায়গা থেকে জাল বিদেশি মদ এবং বেআইনি সিডি-সহ দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

পুলিশ সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় হেয়ার স্ট্রিট এলাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার জাল মদ-সহ ধরা পড়ে এক জন। ধৃতের নাম মহম্মদ গোলাম মজিদ মোল্লা। সে মগরাহাটের বাসিন্দা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রের খবর, হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি বিদেশি মদের দোকানে জাল বিদেশি মদ রয়েছে বলে খবর মেলে। সোমবার সন্ধ্যায় অফিসারেরা ওই দোকানে হানা দিয়ে জাল মদ উদ্ধার করেন। এনফোর্সমেন্ট বিভাগের এক কর্তা জানিয়েছেন, বোতলে বিদেশি কোম্পানির লেবেল লাগিয়ে মদ বিক্রি করছিল মজিদ। তদন্তে পুলিশ বুঝতে পারে, সেই মদ আদতে বিদেশি নয়। এর পরেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হলে বিচারক তাকে সাত দিনের পুলিশি হেফাজত দেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েক বছর ধরেই ওই দোকানে মদ বিক্রি করে মজিদ। এর আগেও জাল বিদেশি মদ বিক্রি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই মদ দেশীয় পদ্ধতিতেই তৈরি করা যায়। উৎপাদন ব্যয় খুবই সামান্য। সেগুলিকেই বোতলে ভরে বিদেশি লেবেল লাগিয়ে চড়া দামে বিক্রি করা হয়। ভোটের আগে এই মদ অন্য কোথাও পাচার করা হচ্ছিল কি না বা এর পিছনে কোনও চক্র রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

এ দিকে, মঙ্গলবার সকালে বড়বাজার এলাকার ফুটপাথের একটি দোকান থেকে সাড়ে ছ’হাজার বেআইনি সিডি-সহ এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম বিশু মণ্ডল। সে উলুবেড়িয়ার বাসিন্দা। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক কর্তা জানিয়েছেন, ২০১৩ সালে রাজ্য সরকারের নতুন নিয়ম অনুসারে কোনও সিনেমা, গান এবং যে কোনও রকমের রেকর্ডিং থেকে কপি করা বেআইনি। সেই কপি করা অংশ নিয়ে সিডি তৈরি করে বিক্রি করা আরও বড় অপরাধ। ধৃতের কাছ থেকে সবক’টিই কপি করা সিডি মিলেছে বলে অভিযোগ। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত দেন। ওই জাল মদ ও সিডি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cd liquor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE