Advertisement
১৮ মে ২০২৪

ভাবী স্থায়ী উপাচার্যকে শুভেচ্ছা মালবিকার

বোস ইনস্টিটিউটের জৈব রসায়নের শিক্ষিকা অনুরাধা লোহিয়া প্রেসিডেন্সির প্রথম স্থায়ী উপাচার্য হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। অনুরাধাদেবীকে ওই দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সম্ভাব্য উত্তরসূরিকে শুক্রবার আগাম শুভেচ্ছা জানালেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মালবিকা সরকার। বণিকসভা ফিকি আয়োজিত এক আলোচনাসভায় এ কথা জানান তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৪ ০৩:১৬
Share: Save:

বোস ইনস্টিটিউটের জৈব রসায়নের শিক্ষিকা অনুরাধা লোহিয়া প্রেসিডেন্সির প্রথম স্থায়ী উপাচার্য হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। অনুরাধাদেবীকে ওই দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সম্ভাব্য উত্তরসূরিকে শুক্রবার আগাম শুভেচ্ছা জানালেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মালবিকা সরকার। বণিকসভা ফিকি আয়োজিত এক আলোচনাসভায় এ কথা জানান তিনি।

আগামী দিনে উচ্চশিক্ষার সুযোগ, সম্ভাবনা ও ধারাই ছিল এ দিনের সভার আলোচ্য। বক্তব্যের শুরুতেই মালবিকাদেবী জানান, প্রেসিডেন্সির উপাচার্য হিসেবে ১৫ মে পর্যন্ত তাঁর কার্যকাল হলেও ১৩ তারিখেই তিনি ওই পদ থেকে অব্যাহতি নেবেন। ইংরেজির ওই প্রবীণ শিক্ষিকা আগেই জানিয়েছেন, ১৩ সংখ্যাটি তাঁর পক্ষে শুভ। প্রেসিডেন্সিতে তাঁর কাজের অভিজ্ঞতা এত মধুর যে, তার শেষটাও তিনি ভাল ভাবে করতে চান বলেই ১৩ মে অব্যাহতি চাইছেন। এ দিনও সে-কথার পুনরাবৃত্তি করেন মালবিকাদেবী। সেই সঙ্গে নাম না-করেও পরবর্তী উপাচার্য হিসেবে অনুরাধাদেবীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আশা করি, ভবিষ্যতে যিনি আসবেন, তিনি খুব ভাল ভাবে উপাচার্যের দায়িত্ব পালন করবেন।”

মালবিকাদেবী এবং তাঁর আগে অমিতা চট্টোপাধ্যায় দু’জনেই অস্থায়ী ভাবে প্রেসিডেন্সির উপাচার্যের দায়িত্ব সামলেছেন। রাজ্য সরকারের গড়ে দেওয়া সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের ডিস্টিংগুইশ্ড প্রফেসর, পদার্থবিদ সব্যসাচী ভট্টাচার্যকে প্রথম স্থায়ী উপাচার্য হিসেবে বেছে নেন আচার্য-রাজ্যপাল। সার্চ কমিটির বাছাই-তালিকার প্রথমেই ছিল সব্যসাচীবাবুর নাম। আচার্য তাঁকে বেছে নেওয়ায় রাজ্য সরকারও সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু সব্যসাচীবাবু জানান, তিনি ওই দায়িত্ব নিতে আগ্রহী নন।

সার্চ কমিটির সুপারিশের তালিকায় সব্যসাচীবাবুর পরেই ছিল অনুরাধাদেবীর নাম। তিনি উপাচার্য হতে আগ্রহী কি না, তা জানতে চেয়ে ইতিমধ্যেই অনুরাধাদেবীর সঙ্গে যোগাযোগ করেছেন উচ্চশিক্ষা দফতরের এক কর্তা, যিনি পদাধিকারে রাজভবনেরও আধিকারিক। উপাচার্য হওয়ার প্রস্তাব দিয়ে অনুরাধাদেবীর কাছে চিঠি (অফার লেটার) পাঠানো হচ্ছে বলে সরকারি সূত্রের খবর। যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনি তেমন কোনও চিঠি পাননি বলে অনুরাধাদেবী জানান। প্রেসিডেন্সির উপাচার্যের দায়িত্ব সম্পর্কে আর কোনও কথা বলতে চাননি তিনি।

শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু বুধবারেই বলেছিলেন, অনুরাধাদেবীকে উপাচার্য করার বিষয়টি বিবেচনাধীন। রাজ্যপাল এম কে নারায়ণন শহরে ফিরলে তাঁর সঙ্গে কথা বলে সময়মতো বিজ্ঞপ্তি জারি করা হবে। আচার্য-রাজ্যপাল শুক্রবার শহরে ফিরেছেন। তবে এ দিন প্রেসিডেন্সির নতুন উপাচার্য নিয়োগের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি বলে রাজভবন সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

presidency malabika sarkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE