Advertisement
২৩ মে ২০২৪

শিয়ালদহ স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেনের বগি

ফের প্রশ্নের মুখে রেল। ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি লোকাল ট্রেন। রবিবার ভোরে শিয়ালদহ স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই লোকাল ট্রেনের দু’টি বগি। রেল সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ কারশেড থেকে প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছিল ট্রেনটিকে।

দুমড়ে যাওয়া ট্রেনের কামরা।

দুমড়ে যাওয়া ট্রেনের কামরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ১২:৩৫
Share: Save:

ফের প্রশ্নের মুখে রেল। ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি লোকাল ট্রেন। রবিবার ভোরে শিয়ালদহ স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই লোকাল ট্রেনের দু’টি বগি। রেল সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ কারশেড থেকে প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছিল ট্রেনটিকে। গতি হারিয়ে ট্রেনটি বাফারে ধাক্কা মারে। প্রচণ্ড ঝাঁকুনিতে ট্রেনের দু’টি বগি দুমড়ে গিয়ে লাইনচ্যুত হয়। কারশেড থেকে আসার কারণে ট্রেনটিতে সেই সময় কোনও যাত্রী ছিলেন না। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “দুর্ঘটনার পর পরই চাকা তোলার কাজ শুরু হয়েছে। তবে এর জন্য ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

গত ২৮ জুন মুম্বইয়ের চার্চগেট স্টেশনে এ রকমই এক ঘটনার সাক্ষী হয়েছিলেন যাত্রীরা। যাত্রিবোঝাই লোকাল ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময় গতি হারিয়ে ফেলে। প্ল্যাটফর্মের উপর উঠে যায় ট্রেনের দু’টি বগি। তবে সে দিনের ঘটনায় এক জন আহত হয়েছিলেন।

এ দিন শিয়ালদহের ওই ১০ নম্বর প্ল্যাটফর্ম ফাঁকাই ছিল। সাধারণত ওই প্ল্যাটফর্মটা খুব কমই ব্যবহার করা হয়। এটি যদি দিনের ব্যস্ত সময় হতো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছে রেল প্রশাসন।

ছবি: সুদীপ্ত ভৌমিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train rail sealdah station accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE