Advertisement
২০ মে ২০২৪

রত্নার নামে হুমকি পোস্টার

পুলিশ ও স্থানীয় সুত্রে জানানো হয়েছে, শিমুরালি রেল স্টেশনে প্রথমে ডাউন প্ল্যাটফর্মে পোস্টারগুলি নজরে এসেছিল।

সেই পোস্টার। নিজস্ব চিত্র

সেই পোস্টার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
চাকদহ শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৩:০২
Share: Save:

মন্ত্রীকে হুমকি দিয়ে পোস্টার!

মঙ্গলবার সাত সকালে রাজ্যের ক্ষুদ্র ও কুটীর শিল্প দফতরের প্রতিমন্ত্রী তথা চাকদহের বিধায়ক রত্না ঘোষকে হুমকি দিয়ে লেখা কয়েকটি পোস্টার শিমুরালি রেল স্টেশনের দেখতে পান এলাকার মানুষ। ওই ঘটনায় প্রতিবাদে শিমুরালিতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এ ব্যাপারে মন্ত্রী রত্না ঘোষ পুলিশের কাছে বিজেপি বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

তিনি বলেন, “এটা বিজেপি ছাড়া অন্য কেউ করতে পারে না। ওরা কয়েক দিন থেকে এলাকায় গোলমাল বাঁধানোর চেষ্টা করছিল। দেওয়াল লেখা নিয়ে আমাদের কর্মীদের সঙ্গে গোলমাল করেছিল। আমি বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছি। তাই আমকে থামানোর জন্য ওরা এ ভাবে আমাকে ভয় দেখাতে চাইছে।”

অভিযোগ অস্বীকার করে নদিয়া দক্ষিণ জেলা বিজেপি সম্পাদক পঙ্কজ বোস বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমাদের কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত নয়। ওরা নিজেরা এ সব করে আমাদের অভিযুক্ত করছে। আমরাও পুলিশের কাছে ঘটনার তদন্ত করার আবেদন জানাচ্ছি। সত্য সামনে আসুক।”

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পুলিশ ও স্থানীয় সুত্রে জানানো হয়েছে, শিমুরালি রেল স্টেশনে প্রথমে ডাউন প্ল্যাটফর্মে পোস্টারগুলি নজরে এসেছিল। পরে দেখা যায়, আপ প্লাটফর্মেও একইরকম আরও কয়েকটি পোস্টার রয়েছে। কয়েকটি পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। চান্দুরিয়া ১ অঞ্চল তৃণমূলের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তীব্রজ্যোতি দাস বলেন, “সকালে বিষয়টি এলাকার মানুষের নজরে আসে। যারা সামনে আসতে ভয় পায় রাতে তারাই কাপুরুষের মতো এ সব করেছে। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ জানিয়েছি। পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE