Advertisement
১৯ মে ২০২৪

নেত্রীর নামে ভোট চাইলেন কানাইয়া

বুধবার রায়গঞ্জেরর বিভিন্ন ওয়ার্ডে এই কায়দায় নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।

জনসংযোগ: প্রচারে কানাইয়ালাল। বুধবার, রায়গঞ্জে। —নিজস্ব চিত্র।

জনসংযোগ: প্রচারে কানাইয়ালাল। বুধবার, রায়গঞ্জে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ১০:১১
Share: Save:

তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু প্রচারে গিয়ে নিজের জন্য নয়, ভোট চাইলেন দলনেত্রীর জন্য। প্রতিটি এলাকাতেই বাসিন্দাদের উদ্দেশ্যে বললেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। রায়গঞ্জে আমি তাঁর হয়ে লড়ছি। উন্নয়নের স্বার্থে আপনারা আমার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন।

বুধবার রায়গঞ্জেরর বিভিন্ন ওয়ার্ডে এই কায়দায় নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। এর পরেই বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের দাবি, এলাকায় তৃণমূলের স্থানীয় নেতারা চাকরি ও সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা দেওয়ার নামে বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়েছেন, কোথাও আবার তৃণমূলের নেতা-কর্মীদের সন্ত্রাসে বাসিন্দারা গত পঞ্চায়েত নির্বাচন ও ২০১৭ সালে পুরসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। জেলার নয়টি ব্লকে তাই তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মানুষ। বাসিন্দাদের সেই ক্ষোভ আঁচ করতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভোট চাইছেন প্রার্থী।

কানাইয়ার বক্তব্য, গত আট বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার যা উন্নয়ন করেছেন, তা বজায় রাখতেই বাসিন্দাদের ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। গত পঞ্চায়েত নির্বাচনে ও ২০১৭ সালে রায়গঞ্জ পুরসভা নির্বাচনে বিরোধীরা রামধনু জোট গড়েও জেলার বেশিরভাগ আসনে জিততে পারেনি। সেই ক্ষোভেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিনই প্রথম রায়গঞ্জে প্রচার করেন কানাইয়া। কখনও হুডখোলা গাড়িতে, কখনও পদযাত্রা করে ১৭, ২১ ও ২৩ নম্বর ওয়ার্ডের বন্দর ও বীরনগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালান কানাইয়া। এর পরে ১, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর, শক্তিনগর, মিলনপাড়া, রমেন্দ্রপল্লি, নেতাজিপল্লি, পূর্বনেতাজিপল্লি, অশোকপল্লি ও হাইরোড সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রচার চালান। এ দিন প্রচার চলাকালীন বীরনগর ও বন্দর এলাকার একাধিক মন্দিরে ঢুকে প্রণাম করতে দেখা যায় কানাইয়াকে। বাসিন্দারা কোথাও তাঁর হাতে ফুল বা গলায় মালা পড়িয়ে স্বাগত জানান। প্রতিটি এলাকায় কানাইয়া কখনও বাসিন্দাদের দিকে হাত নাড়িয়ে আবার কখনও তাঁদেরকে হাতজোড় করে নমস্কার জানিয়ে নির্বাচনী প্রচার চালান। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার তৃণমূলের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস, দলের রায়গঞ্জ শহর সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায় ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরেরা এ দিন কানাইয়ার সঙ্গে নির্বাচনী প্রচারে সামিল ছিলেন। সন্দীপের দাবি, আগামী শুক্রবার পর্যন্ত শহরের ২৭টি ওয়ার্ডে একটানা নির্বাচনী প্রচার চলবে।

(এই খবর প্রথম প্রকাশের সময় কানাইয়ালাল আগরওয়ালের পরিবর্তে সিপিআই নেতা কানাইয়া কুমারের ছবি প্রকাশিত হয়। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE