মাদ্রাসা শিক্ষকদের অবস্থান মঞ্চে সিপিম নেতা মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র।
সরকার অনুমোদিত আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান ২৮ দিন পার করল। বিধাননগরে তাঁদের অবস্থান-মঞ্চেই চলছে অনশন কর্মসূচিও। সরকারের কাছে ন্যূনতম সাম্মানিক ভাতার দাবিতে তাঁদের আন্দোলন চলছে। অনশন-অবস্থানে অসুস্থ হয়ে চার জন শিক্ষক ও এক জন শিক্ষিকা বিধাননগর হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থান-মঞ্চে সোমবার উপস্থিত হয়েছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এবং ‘আওয়াজ’ সংগঠনের নেতারা। সেলিমের দাবি, ‘‘রাজ্য সরকার যত দ্রুত সম্ভব এঁদের বেতনের দাবি মিটিয়ে দিক।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy