Advertisement
২১ মে ২০২৪
Mamata Banerjee

Mamata on Sand Mafia: বালি মাফিয়া রুখতে কড়া পদক্ষেপ মমতার, ‘স্যান্ড মাইনিং পলিসি’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রাকৃতিক সম্পদ নিয়ে অনিয়ম বরদাস্ত করা হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তিনি বলেন, অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১৭:৩১
Share: Save:

বালি মাফিয়া রুখতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। নতুন স্যান্ড মাইনিং পলিসির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘বালি খনন নিয়ে অনেক অভিযোগ সামনে আসছে। তাই আমরা ‘স্যান্ড মাইনিং পলিসি ২০২১’ নিয়ে এসেছি। স্থানীয় মাফিয়ারা বালি, কয়লা, পাথর পাচার করে বলে অনেক জায়গায় অভিযোগ উঠেছে। আবার কাউকে খননের দায়িত্ব দিলে তিনি চারগুণ বেশি খনন করে নেন। ফলে আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে।’’ মমতা আরও বলেন, ‘‘আগে খননের দায়িত্ব ছিল জেলাশাসকদের হাতে। সেই দায়িত্ব এ বার থেকে মিনারেল মাইনিং কমিটির হাতে থাকবে। পুরো বিষয়টি দেখাশোনা করবেন মুখ্যসচিব ও অর্থসচিব।’’

প্রাকৃতিক সম্পদ নিয়ে কোনও রকমের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এ বার থেকে যদি কোথাও বালি, কয়লা বা অন্য প্রাকৃতিক সম্পদ লুটের খবর আসে তা হলে সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। এই ধরনের ঘটনা কেউ দেখতে পেলে অনলাইনে সরকারের কাছে অভিযোগও জানতে পারবেন। সেই অভিযোগ খতিয়ে দেখবে সরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee sand mafia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE