সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্র উপনির্বাচনের দিন জানালেই পুরসভার ভোটের তারিখ জানাবে রাজ্য। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বললেন, ‘‘পুরসভা ভোট তো ঘরের ব্যাপার। যে কোনও দিন করানো যেতে পারে। করোনা নিয়ন্ত্রণে আছে। আমাদের এখন ভোট করাতেও কোনও অসুবিধা নেই। কিন্তু নির্বাচন কমিশন তো এখনও উপনির্বাচনের দিনই জানাতে পারল না।’’
বৃহস্পতিবার ওই বৈঠকেই মমতা জানিয়ে দেন, নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করলেই রাজ্য পুরসভা নির্বাচনের দিন জানাবে। রাজ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্র দিনহাটা, খড়দহ, শান্তিপুর, ভবানীপুর, গোসাবায় উপনির্বাচন এবং সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন বাকি রয়েছে। এ নিয়ে বুধবারও কেন্দ্রকে আক্রমণ করেছিলেন মমতা। উপনির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, ‘‘নির্বাচন কমিশনকে এখন কেন উপনির্বাচন করাচ্ছে না। এখন তো রাজ্য করোনা অনেক নিয়ন্ত্রণে। সাত দিনের মধ্যে ভোট করাক কমিশন। আমি তো শুনেছি, প্রধানমন্ত্রী বললেই ওরা ভোটের দিন ঘোষণা করবে। প্রধানমন্ত্রী বলছেন না কেন?’’ বৃহস্পতিবারও মমতা বলেন, ‘‘রাজ্যে এখনও ৭টা নির্বাচন বাকি। ওগুলো হলেই বাকিগুলোও হয়ে যাবে।’’
শুক্রবার থেকে কোভিডের সমস্ত সচেতনতা বজায় রেখে বিধানসভার অধিবেশন বসবে বলে জানিয়েছেন মমতা। তবে পুরসভার নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আগে উপনির্বাচন হোক তারপর পুরসভা ভোট।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy