Advertisement
১৯ মে ২০২৪

মমতার সঙ্গে শিবসেনা, সমালোচনা বিজেপির

নোট বদল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকাকে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে তমলুকে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি।

সাংবাদিক সম্মেলন দিলীপ ঘোষের। নিজস্ব চিত্র।

সাংবাদিক সম্মেলন দিলীপ ঘোষের। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ০০:৩৫
Share: Save:

নোট বদল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকাকে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে তমলুকে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই বলেন, ‘‘যখন সারদা কেলেঙ্কারিতে ১৭ লক্ষ মানুষ সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন, তখন তিনি রাস্তায় নেমে আন্দোলন করেননি। আর কেন্দ্রীয় সরকারের নোট বদলের সিদ্ধান্তকে যখন সাধারণ মানুষ যখন সমর্থন করছেন, তখন উনি আন্দোলনের নামে মানুষকে ক্ষেপানোর চেষ্টা করছেন।’’ তাঁর কটাক্ষে বাদ পড়েনি এনডিএ শরিক শিবসেনাও। দিলীপবাবু বলেন, ‘‘মমতা পাশে পেয়েছেন কেজরিওয়ালের মত নেতা, শিবসেনা, ন্যাশনাল কনফারেন্সের মত ছোট দলগুলি, যাদের এখন জনপ্রিয়তা নেই, দলগুলিকে খুঁজে পাওয়াই মুশকিল।’’ তমলুক শহরেই এ দিন মিছিল ও পথসভা করেন বামেরাও। তমলুক হাসপাতাল মোড়ের ওই সভা থেকে নোট ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্রও। সিপিএমের রাজ্য সম্পাদক স্পষ্ট বলেন, ‘‘কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে এখন দিদি আমাদের পাশে চাইছেন। যিনি রাজ্যে আমাদের দলের নেতা-কর্মীদের নানা মিথ্যা মামলায় জেলে ভরছেন। তাঁর সঙ্গে আমরা আন্দোলনে যাব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Shiv Sena bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE