কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ফাইল চিত্র
বর্ষার মরসুম শুরু হতেই কলকাতার জমা জল নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতায় জমা জলের সমস্যা মেটাতে কী ভাবছে পুরসভা? জবাবে মেয়র বলেন, ‘‘এমন কিছু জায়গা আছে যেখানে হাইটাইমে বৃষ্টি হলে জল জমবে। এবং তা দু'-তিন ঘণ্টা থাকবেও। যদি সেই সময় বৃষ্টি না হয়, তাহলে জল জমার কথা নয়। কোথাও যদি ড্রেনে প্লাস্টিক আটকে জল জমে, তা বের করার ব্যবস্থা আমাদের রয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘কিছু জায়গা আছে যেগুলো তুলনামূলক নীচু এলাকা। সেখানে জল জমলেও জমতে পারে, তবে তা-ও দু’-তিন ঘণ্টার মধ্যে জল নেমে যাওয়ার কথা।’’
দক্ষিণ কলকাতার বেহালায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। সেই বেহালা নিয়ে প্রশ্ন করা হলে মেয়র বলেন, ‘‘বেহালায় আমাদের বেশিরভাগ কাজ হয়ে গিয়েছে। পাম্পিং স্টেশনও শুরু হয়ে গিয়েছে অনেকগুলো। আর ১২৩ ও ১২৪ নম্বর ওয়ার্ডে কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। সেই কাজ হয়ে গেলে জল দ্রুত নেমে যাবে। তবে এ বছর জল জমলেও, আগামী বছর থেকে আর জল সেভাবে জমবে না।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy