Advertisement
১৮ জুন ২০২৪

স্থগিতাদেশের আগেই মাঠ ছাড়লেন ছয় প্রার্থী

এ দিন কলকাতা হাইকোর্ট নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে। অবশ্য তার আগেই খড়্গপুর-২ ব্লকের কালিয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকার ছ’টি আসনে মনোনয়ন প্রত্যাহার হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০১:৩৫
Share: Save:

হাইকোর্টের স্থগিতাদেশের আগেই একই ব্লকে বিরোধী দলের ছ’টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়ে গেল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর-২ ব্লকের ব্লক অফিসে।

এ দিন কলকাতা হাইকোর্ট নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে। অবশ্য তার আগেই খড়্গপুর-২ ব্লকের কালিয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকার ছ’টি আসনে মনোনয়ন প্রত্যাহার হয়।

প্রশাসনিক সূত্রে খবর, এ দিন অফিস খুলতেই ওই গ্রাম পঞ্চায়েত এলাকার তিন জন বিজেপি প্রার্থী, দু’জন সিপিএম প্রার্থী ও একজন কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। বিডিও মহম্মদ ওয়ালিউল্লা বলেন, “হাইকোর্টের স্থগিতাদেশের পরে কমিশনের নির্দেশিকা আমরা পাইনি। তবে হাইকোর্টের স্থগিতাদেশের আগেই ছ’জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।” ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, মনোনয়ন জমার পর থেকেই প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছিল। তার জেরেই প্রার্থীরা বাধ্য হয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বিজেপি-র ব্লক সাধারণ সম্পাদক বরুণ মাজি বলেন, “কালিয়ারা-১ গ্রাম পঞ্চায়েতে সন্ত্রাস চলছিল। বাড়ি-বাড়ি গিয়ে হুমকির জেরে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হয়েছেন।” সিপিএমের ব্লক নেতা কামের আলি বলেন, “ওই এলাকায় আমাদের প্রার্থী সরমা মাহাত ও অনিন্দিতা রাউতের বাড়িতে গত কয়েকদিন ধরে তৃণমূলের লোকেরা চড়াও হচ্ছিল। ওঁরা নিরাপত্তার অভাবে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হয়েছেন।” তবে তৃণমূলের খড়্গপুর-২ ব্লকের সহ-সভাপতি নারায়ণ মাজি বলেন, “বিষয়টি জানা নেই। আমি কোনও সন্ত্রাসের অভিযোগ পাইনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE