Advertisement
১৭ মে ২০২৪

তৃণমূল পার্টি অফিসে ঢুকে মার, অভিযুক্ত বিজেপি

তৃণমূল নেতা শ্যাম পাত্রের অভিযোগ, “দু’দিন আগেই দলেরই এক কর্মীকে ছুরির কোপ মেরেছিল বিজেপি। ফের হামলা হল।”

আহত ঘাটাল মহকুমা হাসপাতালে। নিজস্ব চিত্র

আহত ঘাটাল মহকুমা হাসপাতালে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দাসপুর শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০২:১৪
Share: Save:

এ বার তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে শাসকদলের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রাজনগরে। আহত দুই তৃণমূল কর্মী ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ঘটনার পরই এদিন সন্ধ্যায় রাজনগরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে সরব হন তৃণমল কর্মীরা। খবর পেয়েই পুলিশ এলাকায় পৌছয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এক বিজেপি সমর্থককে আটক করা হয়েছে। তৃণমূল নেতা শ্যাম পাত্রের অভিযোগ, “দু’দিন আগেই দলেরই এক কর্মীকে ছুরির কোপ মেরেছিল বিজেপি। ফের হামলা হল।” যদিও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি রতন দত্ত জানান, “ঘটনায় দলের কেউ যুক্ত থাকলে ব্যবস্থা নেব।”

পুলিশ ও তৃণমূল সূত্রের খবর, এ দিন মনোনয়ন পত্র জমা দিয়ে ফিরছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিকেল ৪টে নাগাদ দাসপুরের রাজনগর পশ্চিম বুথের দলীয় কাযার্লয়ে শুয়ে ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা অর্ধেন্দু দোলই এবং শিবপ্রসাদ ঘাঁটি। তৃণমূলের অভিযোগ, আচমকাই বিজেপি নেতা আশিস দোলই, উত্তম ডোগরাদের নেতৃত্বে বিজেপির কর্মীরা তৃণমূলের ওই কাযার্লয়ে ঢুকে হামলা চালায়। মারধর করা হয়।

আহত কর্মীদের দাসপুর হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনকেই ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার পাত্র বলেন, “পরিকল্পিত ভাবেই ঘটনাটি ঘটিয়েছে বিজেপি। মনোনয়নে আমরা বিজেপিকে বাধা দিইনি। সাধারণ মানুষই এর বিচার করুন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE