Advertisement
০১ নভেম্বর ২০২৪
Duare Sarkar

পশ্চিম মেদিনীপুরে শুরু ‘দুয়ারে সরকার’, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো

খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু-সহ একাধিক সরকারি প্রকল্পের বিষয়েও এই ক্যাম্পে এসে আবেদন করা যাবে। এই প্রকল্পগুলি নিয়েও খোঁজ খবর এবং আবেদন চলছে বলেও জানা গিয়েছে।

মেদিনীপুরে দুয়ারে সরকারের ক্যাম্প। নিজস্ব চিত্র।

মেদিনীপুরে দুয়ারে সরকারের ক্যাম্প। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৭:১০
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো মঙ্গলবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। জেলার বিভিন্ন ব্লকে সকালে ক্যাম্প শুরু হতেই এলাকার মানুষ ভিড় করছেন সেখানে। যে সব দরকারে বিভিন্ন সরকারি দফতরে ঘুরতে হয় সাধারণ মানুষকে, এ বার সেগুলি সম্পর্কে তথ্য আদান প্রদান এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই সম্ভব।

ক্যাম্পগুলিতে সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পটি নিয়ে সব থেকে বেশি জিজ্ঞাসা এসেছে বলে জানা গিয়েছে। কী ভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে, কবে কার্ড হাতে পাওয়া যাবে ইত্যাদি। মেদিনীপুরের একটি ক্যাম্পের এক আধিকারিকের কথায়, সকাল থেকে শুরু হওয়া দুয়ারে সরকার কর্মসূচিতে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যসাথীর বিষয়ে খোঁজ নিচ্ছেন। তাঁদের আবেদনপত্র দেওয়া হচ্ছে। এ ছাড়াও জব কার্ডের জন্য খোঁজ নিচ্ছেন তাঁরা।

খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু-সহ একাধিক সরকারি প্রকল্পের বিষয়েও এই ক্যাম্পে এসে আবেদন করা যাবে। এই প্রকল্পগুলি নিয়েও খোঁজ খবর এবং আবেদন চলছে বলেও জানা গিয়েছে। প্রশাসনিক কর্তারা এ ভাবে এলাকায় ক্যাম্প করায় বেশ উৎসাহী সাধারণ মানুষ। তাঁদের মতে, এতে কাজের গতি বাড়বে।

অন্য বিষয়গুলি:

Duare Sarkar Paschim Medinipur Medinipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE