Advertisement
১৬ মে ২০২৪

জেল থেকে বৃদ্ধাশ্রম, রাখিতে খুশির ঝিলিক

ভাই-বোনের মিষ্টি-মধুর সম্পর্ক উদ্‌যাপনই রাখিবন্ধনের মূল সুর। তবে এখন আর শুধু পারিবারিক সম্পর্কের গন্ডিতে আবদ্ধ নয় এই উৎসব। সব দিক থেকেই তা সামাজিক উৎসবে পরিণত হয়েছে।

বাঁধন: রাখ উৎসবে পুলিশ সুপার। ছবি: সৌমেশ্বর মণ্ডল

বাঁধন: রাখ উৎসবে পুলিশ সুপার। ছবি: সৌমেশ্বর মণ্ডল

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ০৬:৪০
Share: Save:

চার দেওয়ালের বন্দি জীবনে খুশির ঝিলিক এনে দিল রাখি উৎসব। সোমবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ধুমধাম করে পালিত হয়েছে রাখিবন্ধন। এ দিন সকালে জেলে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। বন্দিদের হাতে রাখি পরিয়ে দেন তিনি, মিষ্টিমুখ করান। জেলের আধিকারিক-কর্মীদেরও রাখি পরিয়ে মিষ্টিমুখ করান পুলিশ সুপার। শুধু জেলেই নয়, এ দিন মেদিনীপুরের বৃদ্ধাশ্রম, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও রাখিবন্ধন উৎসব পালিত হয়েছে।

মেদিনীপুর মেডিক্যালে গিয়েছিলেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা রোগী এবং রোগীর পরিজনেদের হাতে রাখি পরিয়ে দেন। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অরূপ দাস বলছিলেন, “রোগীরা যাতে এই দিনে প্রিয়জনের অভাব বোধ না করেন তাই এই আয়োজন।” মেদিনীপুরের নজরগঞ্জের বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের হাতে রাখি পরিয়ে দেয় ‘রয়্যাল অ্যাকাডেমি’র পড়ুয়ারা। ছিলেন স্কুলের অধ্যক্ষ সত্যব্রত দোলই। বিদ্যাসাগর শিশু নিকেতনের (উচ্চ) ছাত্রছাত্রীরা আবার পথচলতি মানুষের হাতে রাখি পরিয়েছে। গোপ কলেজের ছাত্রী সংসদের উদ্যোগেও রাখিবন্ধন উৎসব পালিত হয়েছে।

ভাই-বোনের মিষ্টি-মধুর সম্পর্ক উদ্‌যাপনই রাখিবন্ধনের মূল সুর। তবে এখন আর শুধু পারিবারিক সম্পর্কের গন্ডিতে আবদ্ধ নয় এই উৎসব। সব দিক থেকেই তা সামাজিক উৎসবে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলি আবার এই উৎসবের মুহূর্তকে জনসংযোগের হাতিয়ার করে তুলেছে। মানবিকতা, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেও রাখি উৎসবের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন, সংস্থা।

প্রত্যন্ত গাঁগঞ্জেও ছিল রাখিবন্ধন উৎসব ঘিরে সকাল থেকে ছিল খুশির মেজাজ। যুবকল্যাণ দফতরের উদ্যোগে ব্লকে ব্লকে সংস্কৃতি উৎসব হয়েছে। জেলা শহর মেদিনীপুরেও সংস্কৃতি উৎসবের আয়োজন ছিল। প্রায় সব ওয়ার্ডে পথচলতি মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়েছেন শাসকদলের নেতা-কর্মীরা। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলছিলেন, “আমরা সকলেই চাই, সম্প্রীতির বন্ধন আরও মজবুত হোক।’’ মেদিনীপুর আদালত চত্বরেও রাখিবন্ধন উৎসব পালিত হয়েছে তৃণমূল লিগ্যাল সেলের উদ্যোগে।

খড়্গপুর শহরের সুভাষপল্লি, কৌশল্যা, মালঞ্চ, খরিদা তালবাগিচা, ইন্দা-সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফে পথচলতি মানুষের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সাঁটানো রাখি বেঁধে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকেও বুলবুলচটি, ইন্দা, কৌশল্যা, সুভাষপল্লি-সহ বিভিন্ন এলাকায় রাখিবন্ধন কর্মসূচি পালিত হয়। খড়্গপুর পুরভবনের সামনে পুরসভা ও যুব ক্রীড়া কল্যাণ দফতরের রাখি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ছিলেন পুরপ্রধান প্রদীপ সরকার, উপ-পুরপ্রধান শেখ হানিফ। মহকুমাশাসকের কার্যালয়ে রাখিবন্ধনে করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবও দিনটি পালন করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE