প্রয়াত হলেন ঝাড়গ্রামের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অবিনাশচন্দ্র মাহাতো (১০৩)। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকার বালিজুড়ি গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। পক্ষাঘাতে প্রায় আড়াই বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। ১৮ বছরে তিনি মহাত্মা গাঁধীর আদর্শে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় প্রথমবার কারাবরণ করেন তিনি। আজীবন তিনি গাঁধীবাদে বিশ্বাস রেখেছেন। এরপর আরও দু’বার ব্রিটিশ সরকার তাঁকে জেলবন্দি করে। অবিনাশবাবু স্বাধীনতা সংগ্রামীর সরকারি ভাতা পেতেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy