Advertisement
১৫ জুন ২০২৪

সালিশি ডেকে মার,অভিযুক্ত স্থানীয় ক্লাব

সালিশি সভা ডেকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় ক্লাব সদস্যের বিরুদ্ধে। তমলুক থানার উত্তর সাউতানচক গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:১৮
Share: Save:

সালিশি সভা ডেকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় ক্লাব সদস্যের বিরুদ্ধে। তমলুক থানার উত্তর সাউতানচক গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুকের নিমতৌড়ি এলাকায় শুভ কর নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির একাংশ ভাড়া নিয়ে থাকেন এক মহিলা। ওই মহিলার ঘরে তাঁর এক বন্ধু আসতেন। এ নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা সম্প্রতি ওই ব্যক্তিকে আটকে হেনস্থা করেন বলে অভিযোগ। এ নিয়ে বাড়ি মালিক শুভ কর ওই ক্লাবের সদস্যদের বিরুদ্ধে স্থানীয় গ্রাম কমিটির কাছে অভিযোগ জানান। অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় এ নিয়ে মীমাংসার জন্য স্থানীয় একটি মন্দিরের প্রাঙ্গণে সালিশি সভা হয়।

সভায় যাওয়ায় শুভ কর ও তাঁর ছেলেকে ক্লাবের সদস্যরা জোর করে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ। ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। টাকা দেওয়ার প্রতিশ্রুতি-সহ মুচলেকা লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। জখম শুভ করকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে ৫ জন ক্লাব সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ দিকে অভিযুক্ত ওই ক্লাবের এক কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ভাড়াটিয়া ওই মহিলার বাড়িতে যাতায়াত করতেন এক ব্যক্তি। ওই ব্যক্তির স্ত্রী স্থানীয় বাসিন্দাদের কাছে এসে এ নিয়ে আপত্তি জানাতে বলেছিলেন। ওই ব্যক্তিকে হেনস্থার অভিযোগ ঠিক নয়। আর বাড়ি মালিক ক্লাব সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

club assault
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE