Advertisement
০৪ মে ২০২৪
Maoist

Maoist Poster: বালি মাফিয়াদের হুঁশিয়ারি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য লালগড়ে

এই প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। ব্যক্তিগত কোনও শত্রুতা থেকে ওই পোস্টার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মাওবাদী নামাঙ্কিত পোস্টার।

মাওবাদী নামাঙ্কিত পোস্টার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
লালগড় শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৮:৫০
Share: Save:

বালি মাফিয়াদের হুঁশিয়ারি দিয়ে পিএলজিএ এবং সিপিআই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল লালগড় এলাকায়। ঝাড়গ্রামের লালগড় থানা থেকে প্রায় সাত কিমি দূরে এই পোস্টারগুলি উদ্ধার করা হয়। স্থানীয়রা এই পোস্টারগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এই পিএলজিএ এবং সিপিআই মাওবাদীদের নাম দিয়ে লাল কালিতে লেখা পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। পোস্টারগুলিতে লেখা ছিল, ‘পুলিশের দালাল তৃণমূল নেতারা হুঁশিয়ার’, ‘জল জঙ্গল জমির অধিকার রক্ষায় আদিবাসী মূলবাসী জনগণ এক হোন’, ‘ফ্যাসিবাদী মমতা সরকারকে জনযুদ্ধের লাল আগুনে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। পাশাপাশি পিএলজিএ নামাঙ্কিত পোস্টারে লেখা, ‘সৌরভ রায়-সহ সব বালি মাফিয়ার গণ আদালতে বিচার হবে’, ‘জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী মানুষের অধিকার রক্ষায় যুব সমাজ চলমান জনযুদ্ধে সামিল হোন।’

এই প্রসঙ্গে পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। ব্যক্তিগত কোনও শত্রুতা থেকে ওই পোস্টার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maoist threat Death threat lalgarh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE