Advertisement
২২ মে ২০২৪
dev

ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে হাজির দেব, পরিকল্পনা জানানো হবে নবান্নে

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমলও। বৈঠকের আগে বীরসিংহে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন তাঁরা। ঘুরে দেখেন এলাকা।

বৈঠকের আগে বীরসিংহে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন দেব, জেলাশাসক রশ্মি কোমল

বৈঠকের আগে বীরসিংহে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন দেব, জেলাশাসক রশ্মি কোমল নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ০০:৫৪
Share: Save:

ঘাটালের বীরসিংহ গ্রামের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বীরসিংহ উন্নয়ন পর্ষদ’ গঠন করেছেন। সেই উন্নয়ন পর্ষদের বৈঠক হল সোমবার বিকেলে। কী ভাবে এলাকার উন্নয়ন করা যাবে সেই বিষয়েই আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমল, ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হাজির ছিলেন। বৈঠকের আগে বীরসিংহে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন তাঁরা। ঘুরে দেখেন এলাকা।

গত বছর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে গ্রামে। প্রবেশ মুখে তোরণটি নতুন ভাবে তৈরি করা হচ্ছে। গ্রামের উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সাংসদ দেব বলেন, ‘‘বৈঠকে অনেক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কী ভাবে এই এলাকার উন্নয়ন করা যাবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চাইছি একে একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে। বৈঠকে যে আলোচনা হয়েছে তা নবান্নকে জানানো হবে। সেখান থেকে অনুমতি দরকার। কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। তাড়াতাড়ি কর্মী নিয়োগ শুরু হবে।’’

অন্য দিকে জেলাশাসক বলেন, ‘‘সব দফতরের আধিকারিক ও স্থানীয় সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তাঁরা নিজেদের মতামত জানিয়েছেন। এলাকার উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। কিছু রাস্তা, পার্কের উন্নতি করতে হবে। নবান্নের তরফে প্রতিনিধিও ছিলেন বৈঠকে। উনি আমাদের একটা পরিকল্পনা তৈরি করে দিতে বলেছেন। ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য। যত দিন না সেটা হচ্ছে তত দিন আমরা জেলা পরিষদ ও পুরসভার কর্মীদের দিয়ে কাজ চালাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dev ghatal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE