Advertisement
১৭ মে ২০২৪

নতুন জলাধার হবে মেদিনীপুরে

লক্ষ্য ৪২ মিলিয়ন লিটার জল সরবরাহ। শহরে জল সমস্যা সমধানে নতুন ১২টি জলাধার তৈরি করা হবে। এর মধ্যে ১০টি ওভারহেড রিজার্ভার, ২টি আন্ডারগ্রাউন্ড। শহরের কোথায় কোথায় এই রিজার্ভার তৈরি হবে, প্রাথমিক ভাবে তা ঠিক হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০০:৪৫
Share: Save:

লক্ষ্য ৪২ মিলিয়ন লিটার জল সরবরাহ। শহরে জল সমস্যা সমধানে নতুন ১২টি জলাধার তৈরি করা হবে। এর মধ্যে ১০টি ওভারহেড রিজার্ভার, ২টি আন্ডারগ্রাউন্ড। শহরের কোথায় কোথায় এই রিজার্ভার তৈরি হবে, প্রাথমিক ভাবে তা ঠিক হয়ে গিয়েছে। ‘অটল মিশন ফর রিজুভিশন অ্যান্ড আর্বান ট্রান্সফর্মেশন’ (আমরুট) প্রকল্পেই ২০০ কোটি টাকায় পানীয় জল সরবরাহের পরিকাঠামো মানোন্নয়ন করা হবে। পুরপ্রধান প্রণব বসুর দাবি, এই প্রকল্প রূপায়িত হলে মেদিনীপুরে জলের সমস্যাই থাকবে না। শহরবাসী পর্যাপ্ত জল পাবেন।

বর্তমানে শহরের জনসংখ্যা প্রায় দু’লক্ষ। মেদিনীপুরে দৈনিক ১৮.২ মিলিয়ন লিটার জল সরবরাহ করা হয়। যদিও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলে অভিযোগ। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে ৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অর্থ বরাদ্দ হওয়ার পরে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। জলাধারের পাশাপাশি নতুন করে শহরে ২টি পাম্পিং স্টেশনও হওয়ার কথা। শহরের উপ-পুরপ্রধান জিতেন্দ্রনাথ দাস বলেন, “শুরুতে পাইপ লাইনের কাজ হবে। কোথায় কোথায় পাইপ লাইন বসানো হবে তা দেখা হচ্ছে। সমীক্ষার কাজ প্রায় শেষের মুখে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Medinipur Reservoir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE