Advertisement
০১ নভেম্বর ২০২৪

মেদিনীপুরে চালু মুক্ত কারাগার

মেদিনীপুরের মুক্ত সংশোধনাগারে ৩২টি সেল রয়েছে। প্রতিটি সেলে দু’জন করে অর্থাৎ, মেদিনীপুরের মুক্ত সংশোধনাগারে ৬৪ জন থাকতে পারবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ০২:২৩
Share: Save:

সাদা পায়রা উড়িয়ে মুক্ত সংশোধনাগার চালু হল মেদিনীপুরে। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের এক পাশেই তৈরি হয়েছে এই মুক্ত সংশোধনাগার। বুধবার তার উদ্বোধনে এসেছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ডিজি (কারা) অরুণকুমার গুপ্ত প্রমুখ। কারামন্ত্রী জানান, “সংশোধনাগারের এক নতুন ধারা হল এই মুক্ত সংশোধনাগার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইতিমধ্যে কয়েকটি মুক্ত সংশোধনাগার তৈরি হয়েছে। পরবর্তীকালে বন্দিদের পরিবারের লোকেরাও যাতে এখানে থাকতে পারেন, সেই চিন্তাভাবনাও রয়েছে।’’ ডিজি (কারা) অরুণকুমার গুপ্ত জানান, যে সব বন্দি অনেক দিন সংশোধনাগারে আছে, সাজার মেয়াদ শেষে কিছু দিন পরে যারা বাড়ি ফিরবে, মূলত তাদেরই মুক্ত সংশোধনাগারে পাঠানো হয়। আগে রাজ্যে তিনটি মুক্ত সংশোধনাগার ছিল— লালগোলা, দুর্গাপুর ও রায়গঞ্জে। মেদিনীপুরেরটি চতুর্থ। আগামীতে শিলিগুড়িতে মুক্ত সংশোধনাগার করার পরিকল্পনা রয়েছে, ডিজি (কারা) জানান।

মুক্ত সংশোধনাগার ঠিক কী? এখানে যে সব আবাসিক থাকে, তারা শর্ত সাপেক্ষে জেলের বাইরে বেরোতে পারে। বাইরে গিয়ে কাজকর্ম করে রোজগার করতে পারেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সংশোধনাগারে ফিরে আসতে হয়। সকাল ৮টায় বেরনো এবং রাত ৮টার মধ্যে ফেরার নিয়ম রয়েছে। জেলের এক সূত্রে খবর, শুধু বাইরে গিয়ে কাজকর্ম করা নয়, মুক্ত সংশোধনাগারে যারা থাকবেন, তারা বছরে ১৫ দিন করে দু’বার প্যারোলে ছাড়া পাবেন। ডিজি (কারা)- র কথায়, “কিছু দিন পরে তো এরা ছাড়া পাবে। তাই আগে থেকেই সমাজের মূলস্রোতে ফেরার সুযোগ দেওয়া হয়।’’ এক কথায় বদ্ধ কারাগার থেকে এদের নিয়ে আসা হয় মুক্ত পরিবেশে। মুক্ত সংশোধনাগারের সেলগুলোর পরিবেশও খোলামেলা। আচার-আচরণ দেখে মূলত যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক আবাসিককে বাছাই করে এখানে রাখা হয়।

মেদিনীপুরের মুক্ত সংশোধনাগারে ৩২টি সেল রয়েছে। প্রতিটি সেলে দু’জন করে অর্থাৎ, মেদিনীপুরের মুক্ত সংশোধনাগারে ৬৪ জন থাকতে পারবে। এখন ৩৪ জন আছে। এদের বেশিরভাগই লালগোলা ও দুর্গাপুর থেকে এসেছে। প্রায় দু’মাস ধরে এরা মেদিনীপুরে রয়েছে। এ দিন মন্ত্রী, ডিজি (কারা)-র কাছে তাদের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার আর্জি জানায় লালগোলা ও দুর্গাপুর থেকে আসা আবাসিকেরা।

জেল সূত্রে খবর, এখন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে যারা রয়েছে, বাছাইয়ের পরে তাদেরই কয়েক জনকে মুক্ত সংশোধনাগারে রাখা হবে। বাছাইপর্ব হয়নি। তাই মুক্ত সংশোধনাগার চালুর জন্য লালগোলা, দুর্গাপুর থেকে কয়েক জন আবাসিককে আনা হয়েছে। মুক্ত সংশোধনাগারের পরিকাঠামো কি সম্পূর্ণ? ডিজি (কারা)-র জবাব, “সবে চালু হল। কিছু সমস্যা থাকতে পারে। নজরে এলে সমাধান করব।’’

অন্য বিষয়গুলি:

Jail prison
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE