Advertisement
২১ মে ২০২৪

ডেবরায় বৈঠক সৌমেনের, প্রশ্ন

নির্বাচনে জয়ের পরে নিজের বিধানসভা এলাকার বাইরে দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার ডেবরার হোটেলে সেই বৈঠক থেকে বিরোধীদের উপর হামলা না করার বার্তা দেন তিনি। প্রাক্তন জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্যের বাড়িতে হামলার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিয়েও আলোচনা হয় এ দিন।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০০:৫৩
Share: Save:

নির্বাচনে জয়ের পরে নিজের বিধানসভা এলাকার বাইরে দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার ডেবরার হোটেলে সেই বৈঠক থেকে বিরোধীদের উপর হামলা না করার বার্তা দেন তিনি। প্রাক্তন জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্যের বাড়িতে হামলার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিয়েও আলোচনা হয় এ দিন।

পিংলা থেকে জয়ী সৌমেনবাবুর ডেবরায় বৈঠক করা নিয়ে অবশ্য দলীয় কর্মীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। একাংশ কর্মীর মতে, দলীয় কোন্দল এড়াতেই এ দিন পিংলার বদলে ডেবরায় বৈঠক করেছেন মন্ত্রী। মন্ত্রী ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অজিত মাইতি, পিংলার প্রাক্তন সভাপতি গৌতম জানা। তবে দেখা যায়নি দলের পিংলা ব্লক সভাপতি হৃষিকেশ দিন্দাকে। দলের এক কর্মীর কথায়, “গৌতমদার সঙ্গে হৃষিকেশবাবুর সম্পর্ক ভাল নয়। হৃষিকেশবাবু সবসময় গৌতমবাবুকে এড়িয়ে চলেন। তাই হৃষিকেশবাবুর না থাকাটা খুব স্বাভাবিক।”

এ দিনের এই বৈঠকের কথা জানা নেই দাবি করে হৃষিকেশ দিন্দা বলেন, “আমি ব্লক সভাপতি শুধু নই, সাংসদ প্রতিনিধিও। তা সত্ত্বেও কেউ যদি বৈঠকের কথা না জানায় আমার কী করার আছে! আমি পারিবারিক প্রয়োজনে পিংলার বাইরে রয়েছি।” যদিও কোন্দলের প্রসঙ্গ এড়িয়ে সৌমেনবাবু বলেন, “নির্বাচনের পরে আমার বিধানসভা এলাকায় দলের কয়েকজন বাছাই করা নেতাদের নিয়ে ঘরোয়া আলোচনায় বসেছিলাম। পিংলায় খাওয়া-দাওয়ার ভাল হোটেল নেই। সকলে বলেছিল ডেবরায় ভাল হোটেল রয়েছে। তাই ওখানেই সকলে আলোচনায় বসি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

soumen mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE