Advertisement
১৭ মে ২০২৪

নেশার প্রতিবাদ করায় প্রহৃত ছাত্র

নেশা করার প্রতিবাদ করেছিল এক স্কুলপড়ুয়া। বদলে জুটল মার। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের মধুবন এলাকায় হিন্দুমিশন মাঠে। স্থানীয় সূত্রে খবর, ওই দিন টিউশনে যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্র।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০০:১৩
Share: Save:

নেশা করার প্রতিবাদ করেছিল এক স্কুলপড়ুয়া। বদলে জুটল মার। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের মধুবন এলাকায় হিন্দুমিশন মাঠে।

স্থানীয় সূত্রে খবর, ওই দিন টিউশনে যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্র। তখনই নাকে আসে গাঁজার গন্ধ। সে দেখতে পায় কয়েকজন সহপাঠী রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছে। ওই ছাত্র তাদের বলে ‘তোরা পড়তে না গিয়ে গাঁজা খাচ্ছিস কেন’? ব্যস, তারপরেই শুরু হয় মারধর। অভিযোগ, ধারাল অস্ত্র ও লোহার রড নিয়ে তার উপর চড়াও হয় ওই ছাত্ররা। একজন ভয়ে পালিয়ে যায়। পরে সেই-ই অন্য বন্ধুদের ডেকে এনে আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যায়। রাতের আহত ছাত্রের পরিবারের অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সবাই ঝাড়গ্রাম শহরের বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার তাদের এসিজেএম অনিরুদ্ধ সাহার এজলাসে তোলা হলে বিচারক চার দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।

ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শুয়ে এ দিন ছাত্রটি বলে, ‘‘বুধবার রাতে আমি টিউশনে যাওয়ার সময় হিন্দু মিশনের মাঠের কাছে দাঁড়াই। দেখি আমার চেনা কয়েক জন ছেলে ওখানে নেশা করছে। আমি ও সব করতে বারণ করলে ওরা তেড়ে এসে আমাকে মারতে শুরু করে। এক সময় আমি জ্ঞান হারাই।’’

ঝাড়গ্রামের পুলিশ সুপার অভিষেক গুপ্ত বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়গ্রাম শহরে যে সব জায়গায় নেশার জিনিস বিক্রি করা হয় বা নেশা করা হয়, সে সব জায়গায় নিয়মিত তল্লাশি চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drug addiction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE